ফের করোনার হানায় কপালে ভাঁজ পড়েছে মানুষের। দেশের বেশ কয়েকটি রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে ২০২০ সালের স্মৃতি। এই অবস্থায় অভিনেত্রী শিল্পা শিরোদকরও জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। সকলকে সাবধানে থাকার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। তিন দিন পরে কেমন আছেন তিনি? জানালেন শিল্পা।
সোমবার একটি পোস্ট করে শিল্পা জানিয়েছিলেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।” শিল্পার এই পোস্টের পরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। এ বার তাঁদের আস্বস্ত করতে আরও একটি পোস্টে অভিনেত্রী লিখলেন, “অবশেষে সেরে উঠলাম। ভাল বোধ করছি এখন। যাঁরা এই সময়ে ভালবাসা দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। দিনটা সকলের খুব ভাল কাটুক।”
তবে তাঁর ঠিক কী কী উপসর্গ ছিল, সে বিষয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী। শুধুই মাস্ক পরে সকলকে সাবধানে থাকতে বলেছিলেন তিনি।
আরও পড়ুন:
নব্বইয়ের দশকে বলিউডের অতি পরিচিত মুখ ছিলেন শিল্পা। ‘বেওয়াফা সনম’, ‘খুদা গওয়া’, ‘গোপী কিশন’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু একটা সময়ের পরে বলিউড থেকে সরে গিয়েছিলেন তিনি। গত বছর সলমন খানের ‘বিগবস্ ১৮’-তে ফের দেখা যায় তাঁকে। সেই অনুষ্ঠানে অনুরাগীদের নজর কেড়েছিলেন তিনি। অন্তিম রাউন্ড পর্যন্ত টিকে ছিলেন অভিনেত্রী। ‘বিগবস্’ এর ঘরে থাকাকালীন প্রায় ১৩-১৪ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন বলে দাবি করেছিলেন শিল্পা। ‘বিগবস্’-এর ঘর থেকে বেরোনোর পরে ফের নতুন করে প্রচারের আলোয় আসেন তিনি। সমাজমাধ্যমেও নিয়মিত নজর কাড়েন শিল্পা।