অভিনেতা সুধীর দলবীকে এখনও সাঁইবাবা নামেই চেনেন দর্শকদের একাংশ। গত ৮ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পর্দার ‘সাঁইবাবা’। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা পরিবারের। ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল মনোজ কুমার অভিনীত ছবি ‘শিরডী কী সাঁইবাবা’। সেই ছবিতে অভিনেতাকে দর্শক দেখেছিলেন সাঁইবাবার চরিত্রে। কী হয়েছে সেই অভিনেতার?
৮৬ বছরের সুধীরের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসার যা খরচ তা সবটা জোগানোর সামর্থ্য নেই পরিবারের। বেশ কিছু সিনেমা এবং ধারাবাহিকে সুধীরকে দেখা গিয়েছে। তবে অনেক বেশি ছবিতে যে তিনি অভিনয় করেছেন তা নয়। ইতিমধ্যেই তাঁর হাসপাতালের বিল হয়ে গিয়েছে ১০ লক্ষ টাকা। চিকিৎসকদের অনুমান, শীঘ্রই এই বিল বেড়ে দাঁড়াবে প্রায় ১৫ লক্ষ। অভিনেতার পরিবারের কপালে চিন্তার ভাঁজ।
ইতিমধ্যেই তাঁরা আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন সর্বত্র। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতার ব্যাঙ্কের যাবতীয় তথ্য। পরিবারের তরফে জানানো হয়েছে, সকলে যদি সাহায্য করেন, তা হলেই এই চিকিৎসা করা সম্ভব হবে তাঁদের পক্ষে। না হলে খুবই বিপদে পড়বেন। প্রসঙ্গত, অভিনেতা সুধীরকে ২০০৬ সালে টেলিভিশনের একটি অনুষ্ঠানে শেষ বার দেখা গিয়েছিল।