সময়টা ভাল যাচ্ছে না শ্রদ্ধা কপূরের। মুম্বইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রীর ভাই সিদ্ধান্ত কপূরের। ইতিমধ্যেই শ্রদ্ধার ভাইকে তলব করেছে মুম্বই পুলিশ। এ বার নিজেও বিপাকে পড়লেন শ্রদ্ধা। শনিবার শুটিং সেটে নাকি আহত হন অভিনেত্রী। চোট কতটা গুরুতর?
আরও পড়ুন:
অভিনেত্রী এই মুহূর্তে ব্যস্ত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনীচিত্র নিয়ে। ছবির নাম ‘ঈথা’। সেটার শুটিং চলছিল। সেখানে লাভনি নৃত্যের একটি দৃশ্যের শুটিং চলাকালীন বাঁ পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয় শুটিং। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী আসলে লাবণী নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন। লাবণী এমনিতেই দ্রুত লয়ের নাচ। সেই সঙ্গে ভারী শাড়ি, প্রচুর পরিমাণে গয়না ছিল গায়ে। সঙ্গে ছিলে ভারী কোমরবন্ধনী। সব মিলিয়ে ওজন প্রায় ১৫ কেজি। নাচতে নাচতে কোমরবন্ধনী খুলে পড়ে যায় এবং তাতেই শ্রদ্ধার পায়ে চোট লাগে বলে খবর। এই ঘটনার পর তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন অভিনেত্রী। যদিও প্রযোজকের টাকা ‘নষ্ট’ করতে নারাজ তিনি। তাই মুম্বই ফিরেই যত ‘ক্লোজ় শট’ রয়েছে সেটার শুটিং চালিয়ে যাচ্ছেন।