এক মহিলার স্ফীতোদর আগলে ধরে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। গায়িকার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তাঁর কণ্ঠে বাস করেন স্বয়ং সরস্বতী, মনে করেন তাঁর অনুরাগীরা। শ্রেয়ার সঙ্গীতের মূর্ছনায় মুহূর্তে ভাসেন তাঁরা। তেমনই এক অনুরাগী চান, তাঁর আসন্ন সন্তানের কণ্ঠেও যেন শ্রেয়ার স্পর্শ থাকে।
এক মহিলার স্ফীতোদর বসে পড়েন শ্রেয়া ঘোষাল। স্ফীতোদরের সামনে বসে সুরেলা কণ্ঠে তিনি গাইলেন, ‘পিউ বোলে, পিয়া বোলে, কেয়া ইয়ে বোলে, জানু না’। গান গেয়েই শ্রেয়া বলেন, ‘অল ইজ় ওয়েল’। শ্রেয়া যখন গাইছেন, তখন আবেগে ভাসছেন সেই অন্তঃসত্ত্বা অনুরাগী। এমনকি, গান গাওয়ার সময়ে গর্ভস্থ সন্তানও নাকি নড়ে ওঠে।
আরও পড়ুন:
আমস্টারডামে গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সেই সময়েই তাঁর এই অনুরাগী পৌঁছে যান মঞ্চের পিছনে। শ্রেয়ার গান তাঁর কতটা পছন্দ, বলতে থাকেন অন্তঃসত্ত্বা অনুরাগী। তখন শ্রেয়া তাঁর স্ফীতোদর ধরে বসে পড়েন এবং আসন্ন সন্তানের কানে পৌঁছে দেন তাঁর সুরেলা কণ্ঠ। কয়েক পংক্তি গাওয়ার সঙ্গে সঙ্গে নড়ে ওঠে শিশুটি। শিশুটি নড়ে ওঠার পরেই শ্রেয়া বলেন, “সব ঠিক আছে, সব ঠিক আছে!”
এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। গত মে মাস থেকে শুরু হয়েছে শ্রেয়ার সঙ্গীত সফর ‘অল হার্টস টুর’। মুম্বই থেকে এই সফর শুরু করেছিলেন তিনি। সেই সফরের অংশ হিসেবেই আমস্টারডামে পৌঁছেছিলেন গায়িকা। প্রতি বারের মতোই এ বারও শ্রোতাদর্শকদের মুগ্ধ করেছেন তিনি। আর তাই এই অনুরাগী মুগ্ধ হয়ে পৌঁছে গিয়েছিলেন মঞ্চের পিছনে।