Advertisement
E-Paper

‘আমি মরেই গিয়েছিলাম’, ফাঁড়া কাটিয়ে নতুন জীবন পেয়ে কী বললেন শ্রেয়স?

চিকিৎসকেরা মৃত ভেবে নেন তাঁকে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন জীবন পাওয়ার পর কী জানালেন অভিনেতা শ্রেয়স তলপড়ে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ১৭:০৮
Shreyas Talpade shares what doctors thought after his massive heart attack

শ্রেয়স তলপড়ে। ছবি: সংগৃহীত।

গত ১৫ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং সেরে বাড়ি ফিরতেই আচমকা হৃদ্‌যন্ত্র বিকল হয় অভিনেতার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় প্রাণ ফিরে পান অভিনেতা। তবে ১০ মিনিটের জন্য বন্ধ হয় যায় তাঁর হৃদ্‌যন্ত্র। চিকিৎসকেরা মৃত ভেবে নেন তাঁকে। শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন জীবন ফিরে পাওয়ার অভিজ্ঞতা জানালেন শ্রেয়স।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়স জানান, গত আড়াই বছর ধরে টানা কাজ করছেন তিনি। গত কয়েক মাস ধরে দুর্বল বোধ করেছেন বেশ কয়েক বার। তবু ছুটি নেননি। ওষুধ খাচ্ছিলেন। বেশ কিছু পরীক্ষাও করান। তবে আচমকা এভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হবেন, তা নিজেও ভাবতে পারেননি অভিনেতা। শ্রেয়সের কথায়, ‘‘মারাত্মক হার্ট অ্যাটাক হয় আমার। চিকিৎসকেরা মৃতই ভাবেন। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল। আমি বলে বোঝাত পারব না যে যাঁদের জন্য আমি বেঁচে আছি তাঁদের কাছে কতটা কৃতজ্ঞ।’’ নতুন একটা জীবন ফিরে পেতেই অভিনেতা সকলকে সতর্ক করে বলেন, ‘‘শরীরকে কখনও লঘু ভাবে নিতে নেই। শরীর সব সময় জানান দেয়, আমাদের সর্তক হওয়া উচিত।’’

শ্রেয়স বাড়ি ফিরতেই সমাজমাধ্যমে তাঁর স্ত্রী লেখেন, ‘‘আমি শ্রেয়সকে সব সময় বলতাম পরমআত্মা বলে আদৌ কিছু হয় কি না। তবে এখন আমি সেই উত্তর পেয়ে গিয়েছি, ঈশ্বরই সব। শ্রেয়স আমাকে বলেছে সে দিন ঈশ্বর ওর সঙ্গে ছিল। আমি কৃতজ্ঞ। ও নতুন জীবন পেয়েছে। আর কখনও প্রশ্ন তুলব না ঈশ্বরের শক্তির।’’

Shreyas Talpade Bollywood Actor Health Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy