ঈশ্বরে বিশ্বাস রাখেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি জগন্নাথ দেবের যেমন ভক্ত, তেমনই শক্তিপুজোতেও অংশ নেন। এক দিন আগে গায়িকা একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা গিয়েছে, তিনি দেবী বগলামুখীর পুজোয় যোগ দিয়েছিলেন। কপালে তিলক। ওড়নায় মাথা ঢেকে গায়িকা দেবীমূর্তির পাশে হাঁটু মুড়ে বসে।
ইমন কি নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন? যোগাযোগ করে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। গায়িকা জানান, বা়ড়িতে দেবী বগলামুখীর পুজো সম্ভব নয়। সাধারণত, দশমহাবিদ্যার কোনও রূপকেই বাড়িতে পুজো করা হয় না। তাঁর পরিচিত জ্যোতির্ময় এই পুজোর আয়োজক। তাঁর প্রতিষ্ঠিত দেবীর আরাধনা উপলক্ষে ইমন নিমন্ত্রণরক্ষায় গিয়েছিলেন। তাঁর কথায়, “দেবীমূর্তিটি ভীষণ সুন্দর। যেন নিজের মায়ের মতো। সেই জন্যই ছবি তুলে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি।”
আরও পড়ুন:
দেবীর পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি সকলের মঙ্গলকামনাও করেছেন ইমন। গায়িকা ইমন জগন্নাথ দেবের ভক্ত। তাঁর বা়ড়িতে সরস্বতী পুজোও হয়। তিনি কি শক্তি পুজোতেও সমান আগ্রহী?
গায়িকার সাফ বক্তব্য, “জগন্নাথ দেবের মুখে দশমহাবিদ্যা রয়েছেন। আর তাঁর ঠোঁটে বগলাদেবী রয়েছেন। উনি সব কিছুর আধার। আমরা সাধারণ মানুষেরাই ধর্মবৈষম্য করি। আবার একটি ধর্মের মধ্যেও নানা বৈষম্যের জন্ম দিই। যেমন আমি শাক্ত বা আমি বৈষ্ণব অথবা আমি শৈব।” গায়িকা জানিয়েছেন, মানুষের তৈরি এই ভেদাভেদে তিনি বিশ্বাসী নন। কোনও এক শক্তির উপাসকের কাছেই তিনি শুনেছেন, দেবী কালিকা কৃষ্ণপুজোর শক্তি দেন ভক্তদের। ঈশ্বর এক। তাঁর অনেক রূপ। রূপের ভিন্নতার কারণে দেব-দেবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।