২০২৪ সালে রথযাত্রার সময় কলকাতায় থাকতে পারেননি তিনি। আমেরিকায় অনুষ্ঠানে ছিল। কিন্তু বিদেশের মাটিতেও তাঁর ‘জগুদাদা’র সেবা করেছেন। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী প্রতি বছরই বড় করে রথযাত্রা উৎসব পালন করেন।
১১ জুন জগন্নাথদেবের স্নানযাত্রা। এই দিন কী কী নিয়ম পালন করেন ইমন? তাঁর লিলুয়ার বাড়িতেই জগন্নাথদেবের উৎসব হয়। অনেক নিমন্ত্রিত আসেন। এ বছরও মহাসমারোহে জগন্নাথ উৎসব উদ্যাপনের পরিকল্পনা রয়েছে তাঁর। স্নানযাত্রার দিনটি কী ভাবে পালন করছেন, সে কথাই আনন্দবাজার ডট কমকে জানালেন গায়িকা।

স্নানযাত্রার উৎসবে ইমন। ছবি: সংগৃহীত।
ইমন বলেন, “২০১৪ থেকে জগন্নাথদেবের আশ্রয় রয়েছি। মা চলে যাওয়ার পর একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল। তা যদিও পূরণ হওয়ার নয়। তবু, জগন্নাথদেব যে ছাতার মতো আমার মাথার উপরে রয়েছেন সেটা আমি বুঝতে পারি। আট-নয় বছর ধরে আমি রথযাত্রা পালন করি।” স্নানযাত্রার দিন থেকে সেই প্রস্তুতি শুরু করে দেন ইমন। তাঁর লিলুয়ার বাড়িতেই প্রতিষ্ঠিত রয়েছে জগন্নাথদেবের মূর্তি।
গায়িকা বললেন, “এ দিন সকালে ঘি, চন্দন, মধু, দুধ, ডাবের জল, গঙ্গার জল দিয়ে তিন ভাইবোনকে (জগন্নাথ, বলরাম, সুভদ্রা) ভাল করে স্নান করানো হয়। নতুন পোশাক পরানো হয়। নিজের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করি। সেই ভোগ প্রসাদই আমরা খাই।” এই দিনের পর থেকেই রথের উৎসবের পরিকল্পনা শুরু করেন তাঁরা। এই বিশেষ দিনে জগন্নাথদেবকে রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন তিনি। মাথায় গামছা জড়িয়ে পুজো করেছেন তাঁর আরাধ্য দেবতার। নিজের সমাজমাধ্যমের পাতায় কয়েকটি ছবিও পোস্ট করেছেন ইমন। এ দিন ভগবানের কাছে তাঁর একটাই প্রার্থনা, জগন্নাথদেবের আশীর্বাদ যেন সকলের উপরে বর্ষিত হয়।