Advertisement
০৬ ডিসেম্বর ২০২৪
Smriti Irani

ওজন কমাতে হবে! জ্যাকির পরামর্শ স্মৃতিকে, ডায়েটে কী রাখতে বললেন?

সম্প্রতি একটি অনুষ্ঠানে স্মৃতি ইরানি এবং জ্যাকি শ্রফের দেখা হয়। তাঁদের কথোপকথন প্রকাশ্যে আনলেন স্মৃতি।

Smriti Irani shares dieting tips she received from Jackie Shroff and JD Majethia

(বাঁ দিকে) জ্যাকি শ্রফ, স্মৃতি ইরানি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:২১
Share: Save:

তাঁরা দু’জনেই ভিন্ন পেশার ব্যক্তিত্ব। কিন্তু তাঁদের সাক্ষাতের পর এক মজার ঘটনা ঘটল। অগ্রজ অনুজকে সুস্থ থাকার পরামর্শ দিলেন। প্রথম জন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। অন্য জন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সম্প্রতি, একটি অনুষ্ঠানে দেখা হয় জ্যাকি এবং স্মৃতির। অধুনা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীকে দেখে নাকি সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন জ্যাকি। সেই বিশেষ পরামর্শটি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মন্ত্রী। কী সেই পরামর্শ? স্মৃতি জানিয়েছেন, জ্যাকি তাঁকে ওজন কমাতে অনুরোধ করেছেন। জ্যাকি তাঁকে বলেছেন, ‘‘ফিট থাকো মোটা হয়ে যেও না। ডিম খাও, বেগুন খাও। কিন্তু পাঁউরুটি খেয়ো না।’’

স্মৃতির এই পোস্ট দেখার পরেই অনুরাগীরা তাঁর কৌতূকবোধের প্রশংসা করেছেন। কারও মতে, নিজের ওজন নিয়ে প্রকাশ্যে অনেকেই কথা বলতে পছন্দ করেন না। কেউ আবার জ্যাকিকে তাঁর পরামর্শের জন্য সাধুবাদ জানিয়েছেন। তবে এখানেই শেষ নয়। ওই অনুষ্ঠানে স্মৃতি এবং জ্যাকির সঙ্গেই উপস্থিত ছিলেন জনপ্রিয় মরাঠি কৌতূকাভিনেতা জেডি মাজেটিয়া। তিনি নাকি স্মৃতিকে ওজন কমাতে বলেছেন। স্মৃতিকে তিনি বলেন, ‘‘বোন, তুমি ওজন কম করো। ডায়েট শুরু করো। কেউ বুঝতে পারবে না।’’

অন্য বিষয়গুলি:

Bollywood Gossip Smriti Irani Jackie Shroff Diet Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy