ছোট থেকে বহু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। তাঁদের মধ্যে অন্যতম তনু জেঠু। চার-চারটি ছবির জন্য বলেছিলেন আমায়। তখন আমি ছোট। জেঠু মার্চ মাসে ছবির শ্যুটিং করতেন। ঠিক সেই সময়ই থাকত আমার বার্ষিক পরীক্ষা। তাই ছোটবেলায় ওঁর কোনও ছবিই করতে পারিনি।
একটা ছবির সঙ্গে তো ‘শাখা-প্রশাখা’র শ্যুটিংয়ের তারিখ এক হয়ে যাচ্ছিল। তখন আমার মা-বাবাই কেমন দোটানায় পড়ে যায়। একদিকে সত্যজিৎ রায়, অন্যদিকে তরুণ মজুমদার। তখন উনিই বলেন মানিকবাবুর ছবিটাই যেন আমি করি। তখন তো বুঝতে পারিনি তরুণ মজুমদারের ব্যাপ্তি, তাঁর গভীরতা।