বিয়ের কয়েক মাস পর থেকেই গুঞ্জন! মা হতে চলেছেন সোনাক্ষী সিন্হা। যদিও প্রত্যেক বার সেই রটনা ভুয়ো প্রমাণিত হয়েছে। এ বছর দীপাবলির আগে ফের একই চর্চা। গুঞ্জন ছড়ানোর কারণ, ঢিলেঢালা পোশাক পরে চিত্রগ্রাহকদের সামনে এসেছিলেন অভিনেত্রী। এ বার অভিনেত্রীর জবাব, ১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা তিনি!
কেন এ রকম রসিকতা করলেন অভিনেত্রী? ২০২৪ সালের জুন মাসে জ়াহির ইকবালের সঙ্গে বিয়ে হয়েছিল সোনাক্ষীর। সেই অনুযায়ী তাঁদের বিয়ের বয়স ১৬ মাস। বিয়ের পর থেকেই সোনাক্ষী-জ়াহিরকে নিয়ে চর্চার অন্ত নেই। কখনও তাঁদের বিচ্ছেদের আশঙ্কায় তোলপাড় বলিউড। কখনও অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। সেই জায়গা থেকেই তাঁর দাবি, “বিশ্বে দীর্ঘতম সময় ধরে অন্তঃসত্ত্বা আমি! ১৬ মাস ধরে সন্তানধারণ করে রয়েছি।”
আরও পড়ুন:
সম্প্রতি, দীপাবলির একটি পার্টিতে সস্ত্রীক এসেছিলেন জ়াহির। সেখানেই চিত্রগ্রাহকদের মুখোমুখি হয়ে সোনাক্ষীর পেটে হাত রাখেন! সঙ্গে সঙ্গে হাসতে হাসতে ‘জ়াহির’ বলে চেঁচিয়ে ওঠেন অভিনেত্রী। জানিয়ে দেন, পুরোটাই রসিকতা করা হচ্ছে। তিনিও স্বামীর মতোই ঠাট্টা করে জানান, তাঁদের সন্তানের জন্য কোনও তাড়া নেই। নির্দিষ্ট সময়ে সুখবর পাবেন সবাই।