একসঙ্গে থাকার এক বছর পেরিয়ে এলেন সোনম কপূর এবং আনন্দ আহুজা। এক বছর আগে আজকের দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন দম্পতি। প্রথম বিবাহবার্ষিকীতে পরিবারের সদস্যরা তো বটেই, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।
সোনমের বাবা অনিল লিখেছেন, ‘অসাধারণ একটা বছর কাটালে তোমরা দু’জন। আরও অনেক ভালবাসা, আনন্দ, সাফল্যের দিকে তাকিয়ে আমরা…। শুভ বিবাহবার্ষিকী।’ সোনমের মা সুনীতা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী। প্রতিটি দিন একে অপরকে কতটা ভালবাসলে, সেটা গুরুত্বপূর্ণ।’ সোনমের ভাই হর্ষবর্ধন এবং বোন রেহাও শুভেচ্ছা জানিয়েছেন ওয়েব ওয়ালে।
এক বছরের বিবাহবার্ষিকী। আর সেলিব্রেশন হবে না? যদিও সে ব্যাপারে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি। সূত্রের খবর, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সেলিব্রেট করবেন সোনম-আনন্দ। তা ছাড়া বিদেশে ছুটিও কাটাতে যেতে পারেন তাঁরা। তবে সোনমের এ দিনের সেরা প্রাপ্তি আনন্দের কাছ থেকে। তিনি নাকি সোনমকে বলেছেন, ‘‘আজ আমরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড হিসেবে তিন বছর কাটিয়ে ফেললাম।’’
আরও পড়ুন, ‘সারা রাত ঘুমোতে পারিনি, কেঁদেছি, ভেবেছি কেন আমার ক্যানসার হল’
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)