ধারাবাহিকে ফিরছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। এ কথা আগেই শোনা গিয়েছিল। তবে কী কাহিনি, কোন নায়িকা, জানা যায়নি কোনও কিছুই। প্রথমে শোনা গিয়েছিল, অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। কিন্তু আদতে তা হচ্ছে না, সূত্র বলছে এমনটাই।
তা হলে কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে সৌরভকে? সদ্য প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রচার-ঝলক। নায়ক-নায়িকাকে অবশ্য দেখা যায়নি সেখানে। নতুন ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী ঝাঁপি’। শোনা যাচ্ছে, এই কাহিনিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। সূত্র বলছে, আদ্যোপান্ত প্রেমের গল্পে থাকবে হাস্যরসের ছোঁয়া।
শোলাঙ্কি নয়, অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি জুটি বাঁধবেন সৌরভ। প্রথম বার এই পর্দায় দেখা যাবে এই জুটিকে। ধারাবাহিকের প্রোমো, লুক সেট অনেক দিন আগেই শেষ হয়েছে। শোনা যাচ্ছে, জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং। প্রায় ৯ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ। এর আগে তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য কাহিনি। ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’, ‘মেম বউ’— সব ধারাবাহিকেই দর্শক তাঁকে সমান ভালবাসা দিয়েছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন তিনি।
কিছু দিন আগে ধারাবাহিকে আবার অভিনয় প্রসঙ্গে অভিনেতা আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, “ছোট পর্দার মাধ্যমেই আমার অভিনয়যাত্রার শুরু। এই মাধ্যম অভিনেতাদের দর্শকের কাছে পৌঁছে দেয় অনেক সহজে। তাই ধারাবাহিকে অভিনয় করব না, কোনও দিনই এমন ভাবিনি। তবে স্টার জলসার কোনও ধারাবাহিকে আমি আদৌ ফিরছি কি না, সে কথা আমি সত্যিই জানি না। তাই বলতে পারছি না। হ্যাঁ, ধারাবাহিকে অভিনয় করতে আমি আগ্রহী।”