Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sreelekha Mitra

Sreelekha Mitra: সবুজ কাচের চুড়ি লাল টিপ, দুই সাজে দু’ভাবে ধর্মসমন্বয়ের বার্তা দিলেন শ্রীলেখা

শ্রীলেখার দাবি, উৎসব সবার। তাকে নিয়ে বৈষম্য মানতে নারাজ তিনি। 

শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৮:০০
Share: Save:

একটি স্থিরচিত্রে তাঁর হাতে কয়েক গাছি সবুজ কাচের চুড়ি। অন্যটিতে কপালে লাল টিপ। নাকে নথ, কানে ঝুমকো। আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, এ ভাবেই সেজে হিন্দু-মুসলমান ধর্মসমন্বয়ের বার্তা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি নিয়ে তাই তাঁর বক্তব্য, ‘রঙেই সম্প্রীতি’।

এমন ভাবনার কারণ কী? অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এক নেটাগরিক বন্ধু রয়েছেন। নাম সাবিনা ইয়াসমিন রিঙ্কু। কোনও এক পুজোতে সাবিনা কাচের চুড়ির সঙ্গে লাল টিপ, ফুলের মালায় সেজেছিলেন। সেই সাজ খুব মানিয়েছিল তাঁকে। কিন্তু বহু নেটাগরিক প্রশ্ন তুলেছিলেন, হিন্দুদের উৎসবে তাঁদের মতো করে কেন সেজেছেন সাবিনা? সাবিনা তাঁর মতামত সামাজিক পাতায় জানিয়েছিলেন। ঘটনাটি গেঁথে গিয়েছিল শ্রীলেখার মনে।

অভিনেত্রীর দাবি, সামনেই শ্রীদেবীর জন্মদিন। সেই উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো বানাচ্ছিলেন। তখনই সেজেছিলেন চুড়ি, টিপ, ফুলের মালায়। ‘‘হঠাৎ মাথায় খেলে যায়, হাতের চুড়ি সমেত ছবি তুললে সেটি বিশেষ এক ধর্মের প্রতিনিধিত্ব করবে। আর টিপ, নথ, ফুলের মালা অন্য এক ধর্মের কথা বলবে। এ ভাবে সেজেও তো ভেদাভেদ মোছার কথা বলতে পারি’’, যুক্তি তাঁর। শ্রীলেখার আরও দাবি, উৎসব সবার। একুশ শতকের মাঝামাঝি দাঁড়িয়ে উৎসব নিয়ে বৈষম্য মানতে নারাজ তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Sreelekha Mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE