বছর পাঁচেক আগে মুক্তি পাওয়ায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘জাতিস্মর’ ছবির ‘খোদার কসম জান’ গানটির কথা মনে আছে? গেয়েছিলেন কবীর সুমন। আজ এত বছর পর নিজের জীবনে যে সেই গান এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে তা কি কখনও ভেবেছিলেন পরিচালক?
শুক্রবার সন্ধ্যায় রেজিস্ট্রি সারবেন সৃজিত এবং মিথিলা। তার আগে ইনস্টাগ্রামে মিথিলার জন্য সেই গানেরই কয়েকটা লাইন শেয়ার করে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত।
পোস্টে লেখা, ‘‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এ ভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...’’
সামনে বয়ে চলেছে নিস্তরঙ্গ নদী... হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন ওরা দু’জন। সাদা কালো ছবিটি, অথচ অব্যক্ত প্রেমের সাক্ষী। সেই পোস্টে অনুরাগীদের হাজারও কমেন্ট। শুভেচ্ছা বার্তা।
সৃজিত-মিথিলার প্রেমটা বেশ পুরনো। হাজারও জল্পনা, গুঞ্জনের ইতি আজ। একসঙ্গে যাত্রা শুরু সেলেব জুটির।
আরও পড়ুন: এক হচ্ছে চার হাত, আজই মিথিলার সঙ্গে বিয়ে সৃজিতের
আরও পড়ুন: ‘এমনটাই হওয়া উচিত’, তেলঙ্গানা এনকাউন্টার নিয়ে উচ্ছ্বসিত সেলেবরা