Advertisement
২৫ এপ্রিল ২০২৪
srijit mukherje

Sabash Mithu: পুরুষদের ক্রিকেট জগতে ব্যাট হাতে বিপ্লব মিতালির! প্রকাশ্যে সৃজিতের ‘সাবাশ মিঠু’র ঝলক

মাঠে তাপসী, ব্যাট হাতে ‘মিতালি’ রূপে। সৃজিতের মন্তব্য, এ ভাবেই পুরনো রীতি-সংস্কার ভেঙে মিতালি বদলে দিয়েছেন খেলার দুনিয়া।

প্রকাশ্যে ‘সাবাশ মিঠু’র টিজার।

প্রকাশ্যে ‘সাবাশ মিঠু’র টিজার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৪:০১
Share: Save:

ক্রিকেট দুনিয়ায় একচেটিয়া আধিপত্য পুরুষদের। সেখানেও নারী আর ব্রাত্য নয়। ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেটে নিজেদের অধিকার কায়েম করেছে তারা। যার জেরে ‘ব্যাটসম্যান’ শব্দ বদলে গিয়েছে ‘ব্যাটার’-এ। খেলার দুনিয়ায় লিঙ্গ সাম্য আনতে। তারই প্রতিচ্ছবি মিতালি রাজ। যাঁকে পর্দায় তুলে ধরতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রথম হিন্দি ছবি ‘সাবাশ মিঠু’তে। সোমবার, সপ্তাহের প্রথম দিনে পরিচালক তাঁর অনুরাগীদের উপহার দিয়েছেন ছবির টিজার বা প্রথম ঝলক। যেখানে ব্যাট হাতে ক্রিকেট মাঠ শাসন করতে দেখা গিয়েছে ‘মিতালি’ ওরফে তাপসী পান্নুকে।

মিতালি বাস্তবে কতটা রাজ করেছেন খেলার দুনিয়ায়? সৃজিতের ঝলক জানাচ্ছে, পরপর ৭টি আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটের প্রতিটি ম্যাচে অর্ধ্ব শতরান তাঁর। ৪টি বিশ্বকাপে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। টেস্টে সবচেয়ে কমবয়সী হিসেবে ২০০ রানের রেকর্ড গড়েছেন। ২৩ বছর ধরে দাপিয়ে চলেছেন মাঠ। ঝলকে তার পরেই মাঠে তাপসী। ব্যাট হাতে ‘মিতালি’ রূপে। সৃজিতের মন্তব্য, এ ভাবেই পুরনো রীতি-সংস্কার ভেঙে মিতালি বদলে দিয়েছেন খেলার দুনিয়া।

সৃজিতের পাশাপাশি ছবির টিজার প্রকাশ্যে এনেছেন তাপসী পান্নুও। নারী দিবসে তিনি ভাগ করে নিয়েছিলেন ছবির প্রথম পোস্টার। পোস্টারের ছবি দিয়ে পর্দার মিতালি লিখেছিলেন, ‘তিনি আমার মতোই লক্ষ লক্ষ নারীর অনুপ্রেরণা, অনুসরণের যোগ্য। পুরনোকে ভেঙে নতুন চলার পথ তৈরি করে দিয়েছেন। নারী দিবসে তাঁকে কুর্নিশ!’ ছবিতে তাপসী ছাড়াও দেখা যাবে বিজয় রাজকে। কাহিনীকার প্রিয়া আভেন। ক্যামেরার দায়িত্বে শীর্ষ রায়। সঙ্গীতে অমিত ত্রিবেদী। যৌথ প্রযোজনায় ভায়াকম ১৮ স্টুডিয়ো, কলোস্কেয়াম মিডিয়া প্রোডাকশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE