সবে ১ বছর পার করেছে রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি চক্রবর্তী। প্রথম জন্মদিনের আগেই একটু একটু করে কথা বলতে শিখেছে রাজকন্যে। যদিও তখন শুধুই বাবা বলতে পারত ইয়ালিনি, তা নিয়ে খানিক আক্ষেপও ছিল শুভশ্রীর। তবে যত বড় হচ্ছে মেয়ে ততই দাদা ইউভানের ভক্ত হয়ে উঠছে সে। দাদা কোথাও গেলে ঘরে মন বসে না ইয়ালিনির। এ বার বাবার সঙ্গে জানলায় দাঁড়িয়ে দাদাকে ডাকতে দেখা গেল তাকে।
আরও পড়ুন:
বাবা-মা দু’জনেই ব্যস্ত। কর্মরত অভিভাবকদের ক্ষেত্রে প্রথম সন্তানই যেন দ্বিতীয় সন্তানের আশা ভরসার জায়গা হয়ে ওঠে। শুভশ্রী নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন ছেলে ইউভান নাকি বোনের প্রতি খুব যত্নশীল। এইটুকু বয়সে সে বড় দাদার দায়িত্ব পালন করেছে। বিভিন্ন সময় দাদা-বোনের মজার খুনসুটির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন শুভশ্রী। ইতিমধ্যেই বাবার সঙ্গে বিদেশ ভ্রমণ সারা হয়ে গিয়েছে ইয়ালিনির। সেখানেও সমুদ্র সৈকতে দাদা ইউভান ছিল তাঁর সঙ্গী। তাই দাদা ইউভান বাড়িতে না থাকায় রাস্তার দিকে তাকিয়ে দাদার জন্য অপেক্ষা করে ইয়ালিনি। মুখে শুধু একটা ডাক, ‘‘ দাদা….দাদা।’’ এই ভিডিয়োটি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘‘দাদা তোমার অপেক্ষা করছি।’’