Advertisement
০১ অক্টোবর ২০২৩
Raj Chakraborty

রাজের জন্মদিন, বার্থ ডে বয়ের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলেন শুভশ্রী

শব্দের মাধ্যমেই স্বামীর প্রতি নিজের ভালবাসা প্রকাশ করলেন শুভশ্রী।

রাজ-শুভশ্রী।

রাজ-শুভশ্রী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৪
Share: Save:

রাজ চক্রবর্তীর জন্মদিন। ভালবাসাকে ভালবাসায় বেঁধে রাখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ইনস্টাগ্রামে ‘পিডিএ গোলস’ দিতে সিদ্ধহস্ত ‘রাজশ্রী’ আরও এক বার উষ্ণতা ছড়ালেন নেটমাধ্যমে। ৩টি ছবির মাধ্যমে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। সেখানে একে অপরের খুব কাছে তাঁরা। ২ জনের মন মেজেছে সাদা-কালোয়। রাজের পরনে ধূসর টি-শার্টের উপর সাদা শার্ট, সঙ্গে ডেনিম। কালো শাড়িতে সুন্দরী শুভশ্রী। একটি ছবিতে দেখা যাচ্ছে, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিচ্ছেন রাজ-শুভশ্রী। অন্য ২টিতে, একে অপরের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন তাঁরা।

শব্দের মাধ্যমেই স্বামীর প্রতি নিজের ভালবাসা প্রকাশ করলেন শুভশ্রী। লিখলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ, আমার তারা, আমার পৃথিবী, আমার আশা, আমার স্বপ্ন, আমার ব্যথা, আমার আনন্দ, আমার প্রিয় বন্ধু, আমার পার্টনার ইন ক্রাইম, আমার প্রেমিক, আমার স্বামী, আমার বাচ্চার বাবা। তোমাকে সব থেকে বেশি ভালবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব খুশি, ভালবাসা, সৌভাগ্য আর সেরাগুলি তোমার জন্য তোলা থাক'।

ভালবাসা দিবসের দিনেও একই ভাবে কয়েক সেকেন্ডের ব্যুমেরাং ভিডিয়োর মাধ্যমে নিজেদের ভালবাসা নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন শুভশ্রী। সেখানে স্ত্রীর বুকে মাথা রেখেছিলেন রাজ। ভালবাসার মানুষের উষ্ণতা সারা গায়ে, খুলে রাখা চুলে মেখে নিচ্ছেন শুভশ্রী।

রাজের বিশেষ দিনে তাঁকে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরাও। শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে শুভশ্রীর পোস্টের কমেন্ট বক্স। ইন্ডাস্ট্রির তারকারাও ভোলেননি এই দিনটা। স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE