বিবাহবিচ্ছেদের খবর মুহূর্তে উড়িয়ে দিলেন গোবিন্দ-পত্নী সুনীতা আহুজা। জগতে কারও ক্ষমতা নেই স্বামীর থেকে তাঁকে আলাদা করার, গণেশচতুর্থীতে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সুনীতা।
কয়েকদিন আগেই খবর ছড়ায়, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ ও সুনীতা। খবর ছড়াতেই মনখারাপ হয় গোবিন্দ-অনুরাগীদের। গণেশপুজোয় একসঙ্গে ধরা দিয়ে আবার অনুরাগীদের মুখে হাসি ফোটালেন তিনি। সেইসঙ্গে সুনীতা হুঁশিয়ারির সুরে বলেই দিলেন, “সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক!”
৩৮ বছরের দাম্পত্য গোবিন্দ ও সুনীতার। সম্প্রতি শোনা যায়, ২০২৪-এর ডিসেম্বর মাসে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন তিনি। কিন্তু এই সব খবর উড়িয়ে দিয়ে বুধবার সুনীতা বলেন, “আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা তো কত ঘনিষ্ঠ ভাবেই ক্যামেরার সামনে এলাম। আমাদের মধ্যে কিছু হয়ে থাকলে, আমরা কি এই ভাবে আসতাম!”
আরও পড়ুন:
এর পরে সুর চড়িয়ে সুনীতা বলেন, “আমাদের কেউ আলাদা করতে পারবে না। উপর থেকে ভগবান এলেও পারবেন না। শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দও শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি, কেউ কিছু বিশ্বাস করবেন না।”
গোবিন্দ ও সুনীতার বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পরেই মুখ খুলেছিলেন তাঁদের কন্যা টিনা আহুজাও। তিনি বলেছিলেন, “এই সব খবর সম্পূর্ণ গুজব। এই ধরনের গুঞ্জনে আমি কান দিই না। এমন পরিবারে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের খবরে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ।”