শিল্পপতি করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর আকস্মিক মৃত্যু ঘটেছে ১২ জুন। পোলো খেলতে খেলতে হঠাৎ আস্ত মৌমাছি গলায় ঢুকে যায় সঞ্জয়ের। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় প্রাণ। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়। বছর খানেক প্রেম পর্বের পর দিল্লির বাড়িতে ঘরোয়া আয়োজন করে বিয়ে সারেন তাঁরা। সঞ্জয়ের আগে এক হোটেল ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়ার। প্রথম পক্ষের এক সন্তানও রয়েছেন তাঁর। সেই কন্যাসন্তানকে দত্তক নেন সঞ্জয়। পরে প্রিয়া-সঞ্জয়ের একটি পুত্র সন্তান হয়। সঞ্জয়ের মৃত্যুর আগে শেষবার স্বামীর জন্য কী লেখেছিলেন প্রিয়া?
আরও পড়ুন:
মৃত্যুর পর ছ’দিন কেটে গিয়েছে এখনও শেষকৃত্য হয়নি সঞ্জয়ের। স্ত্রী প্রিয়াকে নিয়ে লন্ডনেই থাকতেন। কিন্তু শিল্পপতির মৃত্যুর পর থেকেই অন্তরালে প্রিয়া। যদিও সঞ্জয়ের মৃত্যুর দিন কয়েক আগে তাঁকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট দেন প্রিয়া, সে দিন ছিল তাঁদের বিবাহবার্ষিকী। প্রিয়া লেখেন, ‘‘তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি। সব সময় জানতাম তুমি একাই হাঁটতে পার। তবে একসঙ্গে আমরা উড়তে পারি। তোমার সঙ্গে জীবন খুশিতে পূর্ণ। তুমি আমাকে পূর্ণ করেছো। ধন্যবাদ এ ভাবে আমাদের পাশে থাকার জন্য।’’
প্রিয়াকে বিয়ে করার পর করিশ্মার দুই সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের। প্রিয়ার দুই সন্তান ও করিশ্মার দুই সন্তান একসঙ্গে সময়ও কাটিয়েছে একাধিকবার।