সুশান্তের পরিবারের অপূরণীয় ক্ষতিকে কিছু মানুষ নিজেদের অর্থলোভের স্বার্থে কাজে লাগাচ্ছে বলে দাবি তুললেন সুশান্তের এক দিদি। শুক্রবার সন্ধেবেলা প্রিয়ঙ্কা সিংহ তাঁর টুইটারে দীর্ঘ পোস্ট করলেন। আঙুল তুললেন ‘ন্যায়: দ্য জাস্টিস’ ছবির নির্মাতাদের দিকে।
দিন তিনেক আগে এই নতুন ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। তাতে স্পষ্ট, সুশান্ত সিংহ রাজপুতের নাম না করেই তাঁর মৃত্যুঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে সে ছবি। মিল রয়েছে গোটা ঘটনার সঙ্গে। এক অভিনেতার আত্মহত্যার ঘটনা খবরে আসে। তার পরে ফ্যানে টাঙানো সবুজ ওড়নাটি দেখা যায়। সুশান্তের মৃত্যুর পরে তাঁর যে ছবিটি ভাইরাল হয়েছিল, সে রকম দৃশ্যও রয়েছে। অভিনেতার প্রেমিকা, মৃত্যুর আসল কারণ, মাদকযোগ— সব কিছু নিয়ে বিতর্কের কথাও বলা হয়েছে ট্রেলারে।