Advertisement
E-Paper

‘ঢুকে যান অবনীতের বক্ষবিভাজিকায়’, নায়িকার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গর্জে উঠলেন তাঁর সহ-অভিনেতা

এখন ছবিশিকারিদের অন্যতম প্রিয় তিনি। তাই অবনীত কৌর যেখানেই যান না কেন তাঁর পিছনে ক্যামেরা নিয়ে তাক করেন তাঁরা। এমনই একটি ভিডিয়োকে ঘিরে শুরু বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ২০:৪৩
Suyyash Rai SLAMS Paps For Zooming Their Cameras On Avneet Kaur\\\'s Chest

অভিনেত্রী অবনীত কৌর। ছবি: সংগৃহীত।

আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী অবনীত কৌর। মুম্বইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাল গালিচার তাঁর নতুন ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যেখানে কমলা রঙের একটি বডিকন ড্রেসে হাজির হয়েছিলেন তিনি। এখন ছবিশিকারিদের অন্যতম ‘প্রিয়’ তিনি। তাই অবনীত যেখানেই যান না কেন তাঁর পিছনে ক্যামেরা নিয়ে তাক করেন তাঁরা। এই অনুষ্ঠানে অবনীতের একটি ছবিকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। যেখানে ক্যামেরা তাক করেছে অভিনেত্রীর বক্ষবিভাজিকায়। তার পর নায়িকার মুখে ফোকাস করেছে ক্যামেরার লেন্স। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই খুবই বিরক্ত সাধারণ মানুষ। ছবিশিকারিদের রুচি নিয়ে উঠছে প্রশ্ন। নিজেকে সামলে রাখতে পারেননি অবনীতের সহ-অভিনেতা সুয়্যাশ রাই। মন্তব্য করেছেন তিনিও।

অভিনেতা লেখেন, “আপনাদের কোনও রুচি নেই! হ্যাঁ, অবনীতকে খুবই সুন্দর দেখতে লাগছে। কিন্তু তা বলে শুধু বক্ষবিভাজিকাতেই জ়ুম করবেন! আপনাদের পরিবারের মহিলারা এটা দেখলে ভাল বলবেন তো!” শুধু অভিনেতা নন, একই সঙ্গে রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর অনুরাগীরাও। সম্প্রতি অবনীতের ছবিতে বিরাট কোহলির লাইক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে টম ক্রুজ়ের ছবি ‘মিশন ইমপসিবল— দ্য ফাইনাল রেকনিং’। এই ছবিতে অভিনয় করেছেন অবনীত। হলিউড তারকার সঙ্গে এক পর্দায় অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি পাচ্ছেন অভিনেত্রী। টম ক্রুজ়ের সঙ্গে বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন অবনীত। ছবির সঙ্গে টম ক্রুজ়ের প্রশংসা করে লিখেছেন, “আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। প্রত্যেক বার দেখা হলে আপনার অভিজ্ঞতার গল্প শুনি এবং অভিনয় ও ছবি পরিচালনার প্রেমে পড়ে যাই। টম, আপনাকে ধন্যবাদ। কারণ আপনি খুবই বিনয়ী। আবার আপনার সঙ্গে দেখা হবে শীঘ্রই, আশা করছি।”

অবনীতের এই পোস্ট দেখে অনুরাগীদের দাবি, অভিনেত্রীর মনে জায়গা করে নিয়েছেন হলিউড তারকা। টমের পাশে দাঁড়িয়ে তাঁর মুখের লাবণ্য যেন আরও বেড়ে গিয়েছে।

Avneet Kaur Paparazzi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy