Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Tanushree Dutta

Tanushree: যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, ‘মি টু’-তে ফাঁস করেই আর কাজ পান না তনুশ্রী!

বলিউড মাফিয়াদের চক্রান্তে কাজহারা তনুশ্রী। অভিযোগ স্বয়ং নায়িকার। মানসিক অবসাদে ভুগছেন। তবু শেষ দেখতে চান।

আজও মাথা নোয়াতে নারাজ তনুশ্রী

আজও মাথা নোয়াতে নারাজ তনুশ্রী

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:০৭
Share: Save:

বলিউডে কাজ করতে গিয়ে বহু বার নাকি যৌন হেনস্থার শিকার হয়েছেন তনুশ্রী দত্ত। চুপচাপ সব মেনে নিতে না পেরে ২০১৮ সালে প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরেছিলেন অভিনেত্রী। কিন্তু তার পর থেকেই তিনি আর ছবির প্রস্তাব পাচ্ছেন না বলে অভিযোগ।

শুক্রবার নেটমাধ্যমে তনুশ্রী লেখেন, মাফিয়াদের একচেটিয়া প্রতিপত্তি বলিউডে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্যও তারাই দায়ী। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রশ্ন তুলেছিলেন, “আমার সঙ্গেও অনেক দিন ধরে নানা কিছু ঘটছে। তা নিয়ে কথা বলতে গেলেই আমি ব্রাত্য?’’

দেশে ফেরার পর থেকে কাজ খুঁজছেন তনুশ্রী। কিন্তু পছন্দমতো প্রস্তাব পাচ্ছেন না। ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেন, ‘‘মাফিয়াদের চক্রান্তে কাজ করতেই পারছি না। ছবি কিংবা ওয়েব সিরিজের প্রস্তাব যদিও বা পাচ্ছি, চুক্তিও করেছি, কিন্তু সেগুলো আর বাস্তবায়িত হচ্ছে না। হঠাৎ করেই দেখছি প্রযোজক বা পরিচালক গা-ঢাকা দিচ্ছেন।’’

২০২০ সাল। প্রভাবশালী মানুষদের যৌন হেনস্থার শিকার হয়েছেন জানিয়ে আরও অনেক নারীর সঙ্গে ‘মি টু’ আন্দোলনে যোগ দিয়েছিলেন তনুশ্রীও। তার জেরেই তাঁর পেশাদার জীবন এ ভাবে বিপর্যস্ত হয়েছে বলে মনে করছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, মানসিক অবসাদও বাসা বাঁধছে তাঁর মনে। তবু মাথা নোয়াতে রাজি নন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘আমি জানি জীবন সব সময়ে সহজ নয়। দর্শক আমায় এখনও মনে রেখেছেন, এতেই আমি ধন্য। শুধু এটুকুই বলব, আমার পেশাদার জীবন হয়তো নষ্ট করা যাবে, কিন্তু আমার সত্তাকে নয়।’’

৩৮ বছর বয়সি অভিনেত্রীর এখন একটাই আর্জি— ‘‘আমায় কাজ দিন, যাতে আরও ভাল করে লড়তে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tanushree Dutta Me Too Movement Work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE