Advertisement
০৬ ডিসেম্বর ২০২২
Music Album

Taylor Swift: ১৩ রাত না ঘুমিয়ে নতুন সৃষ্টি হাজির টেলর সুইফ্টের, আচমকা ঘোষণায় উৎফুল্ল ভক্তেরা

বিনিদ্র রাতের গল্প নিয়ে গান বেঁধেছেন টেলর সুইফ্ট। নতুন অ্যালবাম আসছে অক্টোবরে।

২১ অক্টোবর টেলরের দশম গানের অ্যালবাম প্রকাশিত হবে।

২১ অক্টোবর টেলরের দশম গানের অ্যালবাম প্রকাশিত হবে।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৪:০৩
Share: Save:

১৩টি বিনিদ্র রাত কাটিয়ে নতুন সৃষ্টি নিয়ে হাজির হচ্ছেন আমেরিকার পপ সঙ্গীত তারকা টেলর সুইফ্ট। আসছে নতুন অ্যালবাম, যার নাম ‘মিড নাইট’। রবিবার এক পুরস্কার অনুষ্ঠানে এসে সে কথাই ঘোষণা করলেন ‘ব্ল্যাঙ্ক স্পেস’-এর গায়িকা। তবে অ্যালবামের নাম তিনি নিজমুখে জানাননি। ইঙ্গিত দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক। তাঁদের উল্লাসে গায়িকার রিনিরিনি কণ্ঠস্বর চাপা পড়ে যাওয়ার উপক্রম। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সেরার পুরস্কার হাতে মঞ্চ ছাড়েন টেলর।

Advertisement

এ দিন তাঁর পরনে ছিল হিরেখচিত পোশাক। ঠোঁটে তাঁর সিগনেচার স্টাইলে গাঢ় লাল লিপস্টিক। ৩২ বছরের গায়িকাকে দেখাচ্ছিল ঈশ্বরীর মতো। তবে তাঁর উপর দিয়ে কি আবারও অনেক ঝড় বয়ে গেল? ভাবছেন অনুরাগীরা।

শোনা যায়, প্রতি বার হৃদয় ভাঙার পরই নতুন গান বাঁধেন টেলর। আর এ বার তো নিজেই বললেন, ‘১৩টি বিনিদ্র রাত শেষে এই ফসল।’ অতএব মধ্যরাত নাম্নী অ্যালবামটি চমকপ্রদ কিছু হতে চলেছে বলেই বিশ্বাস ভক্তদের।

টেলরের কথায়,‘‘বন্ধুরা, আমরা যা তৈরি করেছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমার নতুন অ্যালবাম আসছে। মধ্যরাতে সকলকে আরও বলব।’’

Advertisement

টেলরের দশম গানের অ্যালবাম হবে এটি, যা প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.