বহু বার পিছিয়ে শেষে মুক্তির দিন নিয়ে থিতু হল পরিণীতি চোপরার ‘গার্ল অন দ্য ট্রেন’। লন্ডনে শ্যুটিং হওয়া এই ছবিটি আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।
বুধবার ছবিটির মুক্তির দিন ঘোষণার পাশাপাশি সমাজমাধ্যমে ছবির টিজারও রিলিজ করলেন পরিণীতি। এই ছবিতে পরিণীতিই মূল চরিত্র। পওলা হকিনসের লেখা বেস্টসেলার সাহিত্য ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ অবলম্বনে এর আগে সিনেমা হয়েছে হলিউডেও। গল্পের নামেই দেওয়া হয়েছিল ছবির নাম। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী এমিলি ব্লান্ট। এমিলি অভিনীত সেই চরিত্রেই ছবির হিন্দি রিমেকে অভিনয় করবেন পরিণীতি।