Advertisement
E-Paper

দুবাইতে ২০০ কোটির বিয়েতে গিয়ে বিপাকে, ইডির নজরে ১৪ জন বলিউড তারকা

২০০ কোটি বাজেটের বিয়েবাড়িতে গিয়ে ইডির নজরে চলে এলেন বলিউডের ১৪ জন তারকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৫
Tiger Shroff To Sunny Leone attend online gaming fraud case accused Saurabh Chandrasekhar Wedding in dubai

—প্রতীকী ছবি।

দেশে-বিদেশে বড় বড় ব্যবসায়ীদের অনুষ্ঠানে অতিথি হিসাবে বলিউড তারকারা হামেশাই গিয়ে থাকেন। এ বার দুবাইতে এমনই এক বিয়ে বাড়িতে যান টাইগার শ্রফ, সানি লিওনেরা। এই বিয়েবাড়ির বাজেট ছিল ২০০ কোটি টাকা। সেখানেই তাঁরা গিয়েছিলেন বিশেষ অতিথি হয়ে। আর তাতেই বিপত্তি। এই বিয়ে বাড়িতে গিয়েই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নজরে পড়লেন সানি লিওন, টাইগার শ্রফ-সহ বলিউডের ১৪ জন তারকা।

‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত সৌরভ চন্দ্রশেখরের বিয়েতে বিশেষ অতিথি হয়ে যান টাইগার, সানি, নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, কৃতি খববন্দা, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচার মতো তারকা। ‘মহাদেব বেটিং অ্যাপ’ সংস্থার মালিকের নাম রবি উপ্পল, সৌরভ চন্দ্রাকর। ইডি তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বেশ কয়েক মাস আগে দুবাইতে গা ঢাকা দেন সৌরভ। এ দিকে সম্প্রতি ইডি আধিকারিকেরা কলকাতা, মুম্বই, ভোপালের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা-সহ সোনার বাট, গয়না উদ্ধার করেছেন। জানা গিয়েছে, কেবলমাত্র মুম্বইতেই ৩৯ জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, এই সংস্থা অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে টাকা তুলেছে। সেই টাকা মুম্বইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গিয়েছে বলি তারকাদের কাছে। প্রায় ১১২ কোটি টাকার লেনদেন হয় এই বাবদ। তারকাদের দুবাইতে থাকার জন্য খরচ হয়েছে ৪২ কোটি টাকা। যার পুরোটাই হয়েছে নগদে। জানা যাচ্ছে এই টাকার গোটাটাই নাকি কালো টাকা।

বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন এই নামজাদা তারকারা। প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয় সৌরভের বিয়েতে।

Online Betting Scam Tiger Shroff Bharti Singh Bollywood Actor Dubai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy