এতটাও ভাবেননি তিয়াসা রায়। যা তিনি নেহাতই শখে শিখেছিলেন সেটাই একদিন কাজে লেগে যাবে। অভিনয়ে আসার আগেই বাইক চালাতে শিখেছেন অভিনেতা স্বামী সুবান রায়ের কাছে। সেজন্যই বাইক চালিয়ে স্বচ্ছন্দে শট দিতে পারলেন তিনি। একটুও ভয় করল না?
তিয়াসা হাসছেন, “না। বরং বাইক চালাতে হবে শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। বাইক চালাতে পারি। কিন্তু সুবান আমাকে কোনও দিন বুলেট চালাতে দিত না। অনেক দিনের ইচ্ছে ছিল বুলেট চালাব। ইচ্ছেপূরণ হল।”
বাইক চালিয়ে ঠিকঠাকভাবে দৃশ্য শুট করা সহজ নয়। সিনেমাটোগ্রাফারের নির্দেশ মেনে ফোকাসের নির্দিষ্ট পজিশন অনুযায়ী বাইক চালানোর রাস্তাটা ঠিক করে নিতে হয়। প্রোমোতে দেখা যাচ্ছে তিয়াসা বাইক চালিয়ে ক্যামেরার পাশ থেকে বেঁকে গিয়ে বাইক দাঁড় করাচ্ছেন নিখিলের গাড়ির পাশে। এতসব নিয়ম মেনে ঠিকঠাক শট দিতে পারলেন তিনি? তিয়াসা উচ্ছ্বসিত, “সবাই ভাবছিল পারব কিনা। কিন্তু শট দেখে সবাই খুশি হয়ে গিয়েছে।”