Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Tiyasha Roy

Tiyasha Roy: কাঁধখোলা পোশাক, নগ্ন পায়ে নেটমাধ্যমে ‘কৃষ্ণকলি’র তিয়াসা! হঠাৎ এত সাহসী?

স্বামী সুবান রায়ের বদলে নেটাগরিক কেন শিবা, অনিরুদ্ধর নাম নিলেন!

তিয়াসা রায়

তিয়াসা রায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৯:১৮
Share: Save:

কখনও সমাজসসেবায় বিধায়ক মদন মিত্রের সঙ্গী তিনি। কখনও জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে তিনিই শান্ত ‘শ্যামা’। আবার নেটমাধ্যমে তিনি সম্পূর্ণ আলাদা। পর্দায়, পর্দার বাইরে তিয়াসা রায়ের একই অঙ্গে এত রূপ দেখে মুগ্ধ বিস্ময়ে হতবাক নেটাগরিকেরা। দেখতে দেখতে আবার ভাইরাল টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি প্রায়ই রিল ভিডিয়ো, রূপসজ্জার ছবি তোলেন তিয়াসা। সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগও করে নেন। তেমনই এক সাম্প্রতিক ফটোশ্যুটের ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন। সেখানে উজ্জ্বল চাঁপা ফুল রঙের স্লিট কাটের কাঁধ খোলা পোশাক পরেছিলেন তিয়াসা। পায়ে স্টিলেটো। খোলা চুল হাওয়ায় অবাধ্য। তিয়াসার লালচে ঠোঁটে, হাসিতে, চাউনিতে সে দিন যেন লুকিয়ে আসা প্রেমের ইশারা! পোশাকের ফাঁক দিয়ে কখনও ঢেউ তুলেছে শরীরী বিভঙ্গ। কখনও প্রকাশ্যে তাঁর নগ্ন পা!

তিয়াসার সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৫৪ হাজার নেটাগরিক। সবাই এক বাক্যে অভিনেত্রীর তপ্ত রূপের প্রশংসায় পঞ্চমুখ। এসেছে অন্য মন্তব্যও। জনৈক নেটাগরিক যেন সজাগ করতে চেয়েছেন ‘সাহসী’ অভিনেত্রীকে। তাঁর বক্তব্য, ‘শিবা, অনিরুদ্ধ দেখলে কিন্তু লজ্জা পাবে’।

এই মন্তব্য থেকেই ফের শুরু জল্পনা। শিবা, অনিরুদ্ধ কে? তাঁরা কি তিয়াসার চেনা? অভিনেত্রীর স্বামী সুবান রায়ের বদলে নেটাগরিক কেন এই দুই নাম নিলেন! তা হলে কি টেলিপাড়ায় আবার নতুন কোনও গল্প শুরু হতে চলেছে?

অন্য বিষয়গুলি:

instagram Krishnakoli photoshoot Tiyasha Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE