Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Dev

ছবির মুক্তির আগে বারাণসীতে পুজো দিতে গেলেন দেব! নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

শুক্রবার সকাল সকাল দেবের পোস্ট। তবে কি ইদানীং ছবিমুক্তির আগে পুজো দিতে যাচ্ছেন নায়ক? সত্যি জানালেন পরিচালক অভিজিৎ সেন।

বারাণসীতে গিয়ে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এলেন দেব, সঙ্গী হলেন মিঠুন চক্রবর্তী।

বারাণসীতে গিয়ে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এলেন দেব, সঙ্গী হলেন মিঠুন চক্রবর্তী। ছবি: ফেসবুক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৩৪
Share: Save:

কপাল ভর্তি শ্বেত চন্দন। গলায় মালা। পরনে পাঞ্জাবি। শিবলিঙ্গ ছুঁয়ে আছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। বাঙালি সাজে দেব এবং মিঠুন চক্রবর্তী। চলতি মাসেই মুক্তি পাবে তাঁদের ছবি ‘প্রজাপতি’। তার আগে সকাল সকাল দেবের এমন ছবি দেখে বেশ অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে অনুরাগীদের মনে। তবে কি ছবিমুক্তির আগে পুজো দিতে গিয়েছেন দেব?

এমনটা ঘটতেই পারে। অস্বাভাবিক কিছু নয়। কাশী বিশ্বনাথ মন্দিরে আশীর্বাদ নিয়ে নতুন কিছু শুরু করা তো ভালই ব্যাপার। তবে এই ছবি এখনকার নয়। ছবির শুটিং করতে তাঁরা যখন বারাণসী গিয়েছিলেন সেই সময়ের ছবি। ‘প্রজাপতি’ পরিচালক জানালেন এমনটাই। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তাঁর কথায়, “আমার ছবির চিত্রনাট্যেই তো বারাণসীর উল্লেখ আছে। আর ওখানে গিয়ে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেব না, তা কখনও হয়! ভীষণ পছন্দের জায়গা ওটা। তাই আমি গিয়ে পুজো দিয়ে এসেছিলাম।”

প্রসঙ্গত, কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে এই ছবির প্রচার ঝলক। আর প্রথম ঝলকেই দেবের বাজিমাত। দর্শকের বেশ নজর কেড়েছে। প্রথম বার এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। এই নতুন জুটি দর্শকের বড়দিন কতটা আনন্দে ভরিয়ে তোলে সেটাই দেখার অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE