Advertisement
২৯ নভেম্বর ২০২৩
Pori Moni

রাজের মেয়েদের প্রতি আসক্তি ছিল! পরীমণি কেন বিয়ে ভাঙতে চাইছেন, ফাঁস করলেন আইনজীবী

শরিফুল রাজ এবং পরীমণির ডিভোর্সকে কেন্দ্র করে সরগরম সিনেমাপাড়া। কেন রাজকে বিচ্ছেদের চিঠি পাঠালেন নায়িকা? খোলসা করলেন তাঁর আইনজীবী।

Tollywood actress PoriMoni’s lawyer opens up on why actress sent divorce papers to shariful Raaz.

পরীমণি (বাঁ দিকে)। শরিফুল রাজ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ঢাকা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৭
Share: Save:

বাংলাদেশের তারকা দম্পতি শরিফুল রাজ এবং পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। সদ্য প্রকাশ্যে এসেছে, রাজকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন নায়িকা। যদিও এ বিষয়ে নায়ক কিংবা নায়িকা কেউ-ই মুখ খোলেননি। তবে এ প্রসঙ্গে মুখ খুলেছেন পরীর আইনজীবী মহম্মদ শাহীনুজ্জামান। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর প্রতিবেদন অনুযায়ী, নায়িকার আইনজীবী জানিয়েছেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়ে তাঁকে ডিভোর্সের চিঠি দিয়েছেন নায়িকা। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন,“নারীর আসক্তি রয়েছে রাজের।” এ ছাড়া মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি-সহ বিভিন্ন কারণে রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চান পরী। আইনজীবী জানিয়েছেন, অন্য নারীদের সঙ্গে বেশ কয়েক বার হাতেনাতে ধরাও পড়েছেন তিনি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর হয়ে যাবে তাঁদের ডিভোর্স।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে একে অপরকে মন দেন পরী এবং রাজ। তার পর ২০২২ সালের জানুয়ারি মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন তাঁরা। বিয়ের ১০ মাসের মাথায় জন্ম হয় তাঁদের ছেলে রাজ্যর। তার পর থেকে অশান্তি লেগে আছে তাঁদের মধ্যে। রাজের দিকে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেছিলেন পরীমণি। কিছু দিন আগে রাজের ফেসবুক থেকে ছড়িয়ে পড়েছিল নায়িকাদের গোপন ভিডিয়ো। তার পর তাঁদের সম্পর্ক আরও তিক্ত হয়। মাঝে অবশ্য আভাস পাওয়া গিয়েছিল যে আবার নাকি কাছাকাছি আসছেন তাঁরা। কিন্তু তা যে ঠিক সেই কথাই বোঝা গেল বিচ্ছেদের খবরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE