Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Biplab Chatterjee

‘ইন্ডাস্ট্রিতে কলকাঠি করে আমার কাজ কেড়ে নেওয়া হয়েছে’, ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়

বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে তাঁর রাজত্ব। বাংলা সিনেমায় প্রথম সারির খলনায়কদের মধ্যে অন্যতম বিপ্লব চট্টোপাধ্যায়। ফিরে গেলেন পুরনো দিনে।

picture of Tollywood actor Biplab Chattopadhyay

প্রকাশিত হল বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’। ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫১
Share: Save:

ইন্ডাস্ট্রিতে তাঁর বয়স হয়ে গেল প্রায় ৫৩ বছর। আশির দশকে বাংলা সিনেমার খলনায়ক বললেই উঠে আসে তাঁর নাম। তিনি বিপ্লব চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল-সহ একাধিক নায়কের কাছে বেশির ভাগ সময়ে মারধরের দৃশ্যেই দেখা গিয়েছে তাঁকে। ‘প্রজাপতি’, ‘মহান’, ‘লোফার’-সহ একাধিক চর্চিত ছবি তাঁর ঝুলিতে। তাঁর এই ৫৩ বছরের কাহিনিই এ বার বইয়ের পাতায়।

প্রকাশিত হল বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’। বই অনুলিখনের দায়িত্বে সুমন গুপ্ত। হল বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান। হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়-সহ অনেকেই। এত বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে পেয়েছেন যেমন অনেক কিছু। তেমনই হারিয়েছেনও প্রচুর। আত্মজীবনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সেই ক্ষোভই প্রকাশ পেল তাঁর কথায়।

বিপ্লব বলেন, “এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর আমি অনেকের বন্ধু হলেও, আমি বন্ধু তেমন পেলাম না।” তিনি বলেন, “প্রচুর কাজ যেমন করেছি, তেমনই আবার অনেক কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। অনেকেই শত্রুতা করেছেন। কলকাঠি করে আমায় কাজ করতে দেননি। তাই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই বেশি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Biplab Chatterjee Tollywood Actor Auto Biography
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE