ভারতে এসে শ্যুট করেছেন আগেই। কিন্তু ভারতীয় খাবারের প্রতিও যে টম ক্রুজ দুর্বল, সে কথা কি জানতেন?
সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামে আশা ভোঁসলের রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন টম। খাবারের দীর্ঘ তালিকা থেকে প্রথমেই চিকেন টিক্কা মশলাকে বেছে নিয়েছিলেন ‘মিশন ইম্পসিবল’-এর ইথান হান্ট। এক প্লেটে মন ভরেনি টমের। এই পদ দ্বিতীয় বারও অর্ডার করেছিলেন হলিউডের প্রথম সারির এই অভিনেতা। তার উপরে তাঁর আবদার ছিল মুরগির এই বিশেষ পদে যেন অতিরিক্ত মশলা দেওয়া হয়।