‘কান’-এ গেলেন ‘বঙ্গবন্ধু’। একশো বছরে পাড়ি দিলেন ফ্রান্সের এই চলচ্চিত্র উৎসবে। ২০২২-এর কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেল শেখ মুজিবর রহমানের জীবনীচিত্র ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর প্রচার ঝলক। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এ ছবি তৈরি করেছেন বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগল।
জন্মশতবর্ষে ‘বঙ্গবন্ধু’কে শ্রদ্ধা জানাতে এই জীবনীচিত্রের ভাবনা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিও এ বছরেই। ‘কান’-এ ছবির প্রচার ঝলক প্রকাশ করেন ভারত ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং হাসান মামুদ।
অনুরাগের কথায়, ‘‘দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কতটা ভাল, তা প্রমাণ করে দেয় ছবিটির যৌথ প্রযোজনা। ‘কান’-এ সারা বিশ্বের কাছে সেই দু’দেশের সেই বন্ধুত্বকে তুলে ধরল এই প্রচার ঝলক মুক্তি।’’