হবু বর নীল ভট্টাচার্য ধমক খাননি, এটা গ্যারান্টি। বছর ঘুরলেই যাঁর সঙ্গে সাতপাক ঘুরবেন তাঁকে কি আর এক্ষুনি এক্ষুনি বকাবকি করবেন তৃণা সাহা?
তবে ধমকটা কিন্তু জব্বর। একরাশ বিরক্তি অভিনেত্রীর চোখেমুখে। রাগে, বিরক্তিতে নিজের মাতৃভাষা বাংলাও ভুলেছেন। বিশুদ্ধ পঞ্জাবিতে গলা ছেড়ে বকছেন, ঝগড়াও করছেন।
কার সঙ্গে?
পুরোটাই তৃণা করেছেন রিল ভিডিয়োয়। নেটাগরিকেরা কবে থেকে হা-পিত্যেশ করে বসে। প্রায় সব তারকাই ‘সাডা কুত্তা’ পঞ্জাবি র্যাপ দিয়ে রিল ভিডিয়ো বানিয়ে ফেলেছেন। তৃণা কবে বানাবেন! অবশেষে আশা পূরণ। পর্দার ‘ননদিনী’ সোনাল মিশ্রকে নিয়ে রিল ভিডিয়ো বানিয়ে ফেললেন তিনিও। শ্যুটিংয়ের পোশাকটুকু বদলেছেন মাত্র। হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর— সব যেমন ছিল তেমনই রয়েছে।
আরও পড়ুন: কৃষি বিল, কৃষক বিদ্রোহের ছায়া পড়বে নতুন ধারাবাহিক ‘রিমলি’তে?
পরনে শাড়ির বদলে লাল শর্ট ড্রেস। মেকআপ রুমে তৃণা আর সোনাল বাধিয়ে দিলেন হইচই, ‘তান্ডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা?’
এর আগে রিল ভিডিয়োয় নিখিল-শ্যামার ঝগড়াতেও ঢুকে পড়েছিল ‘সাডা কুত্তা’। ‘শ্যামা’ ওরফে তিয়াসা রায় প্রচণ্ড উত্তেজিত হয়ে বলছেন, ‘কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি সব। আমার কোনও আবেগ নেই?’ তালে তালে ঝগড়া জমাতে র্যাপের মতো এখানে ঢোলের বদলে ঢাক বেজেছে। দেবের ছবির ঢাক বাজানোর একটি দৃশ্য যোগ করে দিতেই ক্লিপিং দেখে মনে হয়েছে ঢাক বাজিয়েছেন স্বয়ং দেব! মজা আরও বাড়াতে কুকুরের ডাক ডেকেছিলেন স্বয়ং ‘নিখিল’ ওরফে নীল!
আরও পড়ুন: শীতে সৈকতমুখী বলিউড জুটিরা, কেউ মলদ্বীপ কেউ বা গোয়ার বালিতে রোদ পোহাচ্ছেন
কি এই ‘সাডা কুত্তা’? জানতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ কিছু দিন। ‘বিগ বস সিজন ১৩’-য় প্রতিযোগী শেহনাজ গিল ঝগড়া করতে করতে অদ্ভুত ছন্দে উপরে বলা কথাগুলো বলেছিলেন। মানুষের কানে কথাগুলো লেগেও ছিল বহু দিন। সঙ্গীতশিল্পী যশরাজ মুখাটের সেই জনপ্রিয় সংলাপের উপরে ঢোল, কি-বোর্ড যোগ করে দিতেই তৈরি বর্ষবরণের নয়া র্যাপ।