গত বছর ‘বিগ বস ওটিটি’তে অংশ নেওয়ার পর থেকেই চর্চায় অভিনেত্রী উরফি জাভেদ। নানা রকম পোশাক পরে প্রায় রোজই ক্যামেরাবন্দি হন উরফি। তাঁর পোশাক-পরিচ্ছদ, ফ্যাশন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে সমাজমাধ্যমে উরফিকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। এমন আবহে উরফিকে নিয়ে মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিক অভিনেতা পারস কালনাওয়াত।
এক সময় চুটিয়ে প্রেম করতেন উরফি ও পারস। কিন্তু অল্প দিনের ব্যবধানেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। বিচ্ছেদ প্রসঙ্গে উরফি বলেছিলেন, পারস বড্ড ছেলেমানুষ। শুধু তা-ই নয়, তাঁর প্রতি অধিকারবোধ দেখাতেন পারস। উরফির সেই অভিযোগ নিয়ে এ বার নীরবতা ভেঙে মুখ খুললেন ‘অনুপমা’-র অভিনেতা।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে উরফির প্রাক্তন প্রেমিক বলেছেন, ‘‘উরফিকে নিয়ে কোনও তিক্ততা নেই। পাঁচ বছর আগে ওকে ছ’মাসের জন্য ডেট করেছিলাম। আমার প্রথম সম্পর্ক ছিল। তখন আমার বয়স উনিশ। যাঁরা আমায় চেনেন, তাঁরা আমাকে জানেন ভাল করে। অধিকারবোধ নিয়ে কেউ কোনও মন্তব্য করলে, তাতে কিছু আসে-যায় না। আমার অনেক বান্ধবী রয়েছেন। তাঁরা সকলেই জানেন, আমি কখনই সীমা পার করিনি।’’
এর পরই উরফি প্রসঙ্গে পারস বলেন, ‘‘জানি না, ওর জীবনে সে সময় কী চলছিল। তা ছাড়া আমি অতীত নিয়ে আর মাথা ঘামাতে চাই না। বর্তমান জীবন নিয়ে বাঁচতে চাই। তবে এখন আমাদের মধ্যে সৌজন্য রয়েছে। একে অপরকে শ্রদ্ধা করি। ওর থেকে পরামর্শ চাই। দু’জনেই ভাল রয়েছি।’’
আরও পড়ুন:
উরফির সঙ্গে পারসের ঝগড়া হয়েছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল বলিপাড়ায়। এই প্রসঙ্গে পারস বলেছেন, ‘‘আমরা পার্টিতে ঝগড়া করিনি। ও আমার কাছে এসে খুব ভাল করে কথা বলেছিল। এত জোরে গান বাজছিল, তাই জোরে কথা বলছিলাম আমরা। আর এতেই লোকে ভুল ভেবেছিল।’’
প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’তে অভিনয় করেন পারস। ওই ধারাবাহিকে তাঁরও অভিনয় করার কথা ছিল বলে দাবি করেছিলেন উরফি। কিন্তু প্রেমিকার সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছিলেন পারস। তাঁর অঙ্গুলিহেলনই শেষ পর্যন্ত ওই ধারাবাহিকে কাজের সুযোগ পাননি বলে অভিযোগ করেন উরফি। পারস প্রসঙ্গে উরফি বলেছিলেন, ‘‘ও বড্ড ছেলেমানুষ।’’