ছোট শিশু থেকে গ্রাম— অনেকেই দত্তক নেন। বৃদ্ধ-বৃদ্ধাদের দত্তক নিতে চান ক’জন? যেখানে সন্তানেরাই দায় ঝেড়ে ফেলতে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন! খ্যাতনামী দক্ষিণী অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা কিন্তু ব্যতিক্রমী পথে হাঁটলেন। খবর, তিনি ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামে একটি উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে ভারত জুড়ে ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রম দত্তক নিয়েছেন উপাসনা। শুধুই দত্তক নেওয়া নয়, সেই সব বৃদ্ধাশ্রমের আবাসিকেরা প্রত্যেকে যাতে সঠিক আদর-যত্ন পান সে দিকেও খেয়াল রাখবেন তিনি নিজে।
উপাসনা বরাবরই বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত। নারী ও শিশুদের জন্য নানা উন্নয়নমূলক কাজ তিনি করে থাকেন। সেই তালিকায় যুক্ত হলেন বৃদ্ধ-বৃদ্ধারাও। তাঁর দত্তক নেওয়া প্রত্যেকটি বৃদ্ধাশ্রম যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে সে দিকেও তাঁর কড়া নজর থাকবে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন রামচরণের স্ত্রী। এ-ও জানিয়েছেন, জীবনের প্রান্তে পৌঁছে এই মানুষগুলোর একমাত্র চাহিদা, শারীরিক এবং মানসিক ভাবে একটু ভাল থাকা। তিনি সেটাই তাঁদের দিতে চান।
আরও পড়ুন:
সাধারণত, প্রায় প্রত্যেক বৃদ্ধাশ্রমে বর্ষীয়ানেরা যাতে পুষ্টিকর খাবারের সঙ্গে উপযুক্ত চিকিৎসা পরিবেষা পান সে দিকে নজর রাখার চেষ্টা করা হয়। উপাসনার তত্ত্বাবধানে তাঁর দত্তক নেওয়া বৃদ্ধাশ্রমের আবাসিকেরা বাড়তি কী সুবিধা পাবেন? খ্যাতনামী অভিনেতার স্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে ওষুধ, নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবার ছাড়াও মন ভাল রাখতে আবাসিকেরা যে কোনও উদ্যাপনে যাতে যোগ দিতে পারেন সে দিকটিও দেখবেন তিনি। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর দত্তক নেওয়া বৃদ্ধাবাসগুলি কোনও দাতব্য কেন্দ্র নয়। পরিবার থেকে ছিন্নমূল অভিভাবকেরা যাতে শেষ দিনগুলো যত্ন এবং সম্মানের সঙ্গে কাটাতে পারেন তার জন্যই তাঁর এই পদক্ষেপ।