Advertisement
০৭ মে ২০২৪
Maya Ghosh death

নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ প্রয়াত, বয়স হয়েছিল ৮৯

পুরুষ অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেটের জিনিস বয়েছেন। ষাটের দশকের মঞ্চে ছড়িয়ে দিয়েছেন মায়া। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।

মায়ার ঘোষের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।

মায়ার ঘোষের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ২২:০৮
Share: Save:

প্রয়াত হলেন নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ। বয়স হয়েছিল ৮৯। শনিবার সন্ধ্যায় অভিনেত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে নাট্যজীবন শুরু করেছিলেন তিনি। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মায়া। অজিতেশ নান্দীকার গঠনের পর মায়াই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হন। বাংলা থিয়েটারের নবনাট্য আন্দোলনের মশাল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান ছিল।

নান্দীকারের প্রযোজনায় মায়ার প্রথম অভিনয় পিরানদেল্লোর নাটক অবলম্বনে ‘নাট্যকারের সন্ধানে ছ’টি চরিত্র’। পরিচালক ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এর পর মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’ এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’তেও নজর কাড়েন মায়া।

পুরুষ অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেটের জিনিস বয়েছেন। ষাটের দশকের মঞ্চে ছড়িয়ে দিয়েছেন মায়া। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।

জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। রবিবার বেলা ১১টা নাগাদ অ্যাকাডেমি চত্বরে তাঁর মরদেহ নিয়ে আসা হবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maya Ghosh theatre artist Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE