বিশাল এক যান্ত্রিক হাতের আঙুলের ডগায় দাঁড়িয়ে এক জটাধারী। হাতে ‘নারায়ণাস্ত্র’। কে আন্দাজ করুন তো!
ছোট্ট ইঙ্গিত দেওয়া যেতে পারে, চরিত্রটি মহাভারতের। আর ইনি কৃষ্ণের অভিশাপে অমর। কুরু-পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। পোস্টারে তাঁর চরিত্রে যাঁকে দেখা যাচ্ছে তিনি ভিকি কৌশল। সোমবার ভিকি তাঁর পরবর্তী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’র পোস্টার রিলিজ করলেন ইনস্টাগ্রামে।
বিবরণে লিখলেন, দু’বছর আগে ঠিক আজকের দিনেই, মুক্তি পেয়েছিল ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’। আর সেই ছবির দ্বিতীয় বর্ষপূর্তিতে ইমমর্টাল অশ্বত্থামার এক ঝলক। পুরাণের গল্পের উপর ভিত্তি করে সাই-ফাই ছবি বানিয়েছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা, যার পরিচালক ও চিত্রনাট্যকার দুই-ই উরি খ্যাত আদিত্য ধর। উরিতেও উভয় ভূমিকাতেই ছিলেন তিনি। তার আগে সংলাপ লেখক ও সঙ্গীতকার হিসেবে কাজ করেছেন বেশ কিছু ছবিতে। উরি-ই চিত্রনাট্যকার ও পরিচালক হিসাবে খ্যাতি এনে দেয় আদিত্যকে। এ বারেও ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’য় দ্বৈত ভূমিকায় থাকবেন আদিত্য।
ইনস্টাগ্রামে দু’টি পোস্টার রিলিজ করে অভিনেতা ভিকি কৌশল জানিয়েছেন, এ রকম একটি ছবিতে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।