Advertisement
E-Paper

বাংলা, না কি বাংলাদেশি! ‘রক্তবীজ ২’ ছবির গান ঘিরে থাকছে কোন রহস্য? কী বক্তব্য ভিক্টরের?

অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, দুই বাংলা যেমন ভাগ করা যায় না, তেমনই ইলিশকে কি ভাগ করা যায়? এই ছবির নতুন গান ‘ও বাবুর মা...’। এই গান তৈরীর নেপথ্যে কাহিনী শোনালেন সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৭:০৫
‘রক্তবীজ ২’ ছবির দৃশ্যে ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

‘রক্তবীজ ২’ ছবির দৃশ্যে ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

যাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে, নিজের বাড়ি পশ্চিমবঙ্গে, তাঁর কোন বাংলা প্রিয়? প্রণব মুখোপাধ্যায়ের ‘বেশ’ ধারণ করে উত্তর দিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বাংলাদেশের নজরুলের আদি বাড়ি বর্ধমানের চুরুলিয়ায়, রবীন্দ্রনাথের পিতৃপুরুষের বাড়ি খুলনায়।’’ তাই বাংলাকে কি আলাদা করা যায়! এই মুহূর্তে বাংলাকে আলাদা করার নানা দাবিদাওয়া মত, পাল্টা মত রয়েছে। ‘বাংলা ভাষা’, না ‘বাংলাদেশি ভাষা’, তা নিয়ে চলছে জোর তরজা। বাংলাকে মনে হয় সত্যিই আলাদা করা যায় না, সেই ইঙ্গিতই যেন দিলেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘রক্তবীজ ২’ ছবিতে। এই ছবির নতুন গানে মিশে গেল দুই বাংলার ভাষার বৈশিষ্ট্য। তাই তিনিও প্রশ্ন তুলছেন, দুই বাংলা যেমন ভাগ করা যায় না, তেমনই কি ইলিশকে ভাগ করা যায়? এই ছবির নতুন গান ‘ও বাবুর মা...’। গানের কথাও সুর ও কণ্ঠে সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায় ও গায়িকা ইমন চক্রবর্তী। ভাষা নিয়ে এমন চর্চার আবহে দাঁড়িয়ে এই গানের মুক্তি নিতান্তই কাকতালীয় বলেই মত সুরজিতের।

২০২৩ সালে মুক্তি পায় ‘রক্তবীজ’ ছবিটি। দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ ছিল দুই বাংলার সঙ্গে। তিনি বীরভূমের ভূমিপুত্র। আবার একই সঙ্গে তিনি ছিলেন বাংলাদেশের জামাই। তাঁর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের নড়াইল গ্রামের মেয়ে। ২০১৩ সালে বাংলাদেশে শ্বশুরাড়ির ভিটে পরিদর্শনে যান প্রণব মুখোপাধ্যায়। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি যাচ্ছেন সে দেশে। তাই আপ্যায়নে ত্রুটি রাখেননি তৎকালীন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভদ্রবিলা গ্রামে খ্যাতনামী ব্যক্তিত্ব অমরেন্দ্র ঘোষের কন্যা হলেন শুভ্রা। তাই যখন প্রণব সেখানে যান, তাঁর জামাই-আদরে ছিল বিপুল আয়োজন। এই গান আসলে জামাইবরণেরই গান। প্রণববাবু যখন শ্বশুরের ভিটেয় যান, তখন তাঁর জন্য নানা ধরনের খাবারের সঙ্গে হরেক রকমের ইলিশের পদ রাখা হয়েছিল। সেই বিষয়টি থেকে অনুপ্রাণিত হয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিত রায়ের উদ্যোগ ‘ইলিশ পার্বণ’। সুরজিৎ জানান, লোকসঙ্গীতের একটা স্বাদ রেখে দুই বাংলার ভাষার মিশ্রণে তৈরি এই গান। সুরজিতের কথায়, ‘‘আমার প্রচুর বাংলাদেশি বন্ধুও সাহায্য করেছেন। আসলে এই যে দুই বাংলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, তার কারণে যে যে বদল এসেছে, তাতে বেশ আক্ষেপ রয়েছে সেখানকার সাধারণ নাগরিকদেরই। কিন্তু, এই মুহূর্তে বাংলাদেশি ভাষা ও বাংলা ভাষা নিয়ে যে বিতর্ক চলছে, তাঁর মাঝে এই গান একটা সম্প্রীতির বার্তাই দেবে।’’

ইমনের ইচ্ছে, এই গান হিট হোক। দর্শক প্রচুর প্রচুর রিল্‌স বানাক। এই মুহূর্তে তিনি অপেক্ষা করছেন কবে দর্শককে তিনি লাইভে গানটি শোনাবেন। এবং পাশাপাশি সুরজিৎকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে বেছে নেওয়ার জন্য। তাঁর ও সুরজিতের জুটির অন্য গানগুলির মতো এটাও সফল হোক, প্রার্থনা গায়িকার।

Shiboprosad Mukherjee Raktabeej 2 Victor Banerjee Iman Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy