শাকিরা সিনড্রোমে ভুগছে বলিউড। বেলি ডান্সের হিড়িক লেগেছে যেন! কার শরীর কত ফিট, কতটা নমনীয়, কে কতখানি দুলতে পারেন বিভঙ্গে— তা দেখাতেই ব্যস্ত নায়িকারা। শুরুটা অবশ্য করেছিলেন জাহ্নবী কপূর। তারপর জ্যাকলিন ফার্নান্ডেজের জিমন্যাস্টিক চর্চার পর আপাতত ইন্টারনেটে ঝড় তুলেছে উর্বশী রৌতেলার ক্ষীণ কটিদেশ। যেভাবে কোমরে ঢেউ তুলেছেন উর্বশী, তাতে তাঁর মেরুদণ্ডটি কী দিয়ে তৈরি তা নিয়ে ধন্দে পড়েছেন নেটাগরিকরা।
জাহ্নবী যদি নাচে নম্বর পেয়ে থাকেন, তবে উর্বশীর কোমর নিঃসন্দেহে শেল বিঁধিয়েছে নেটাগরিকদের বুকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
হালকা পেস্তা রঙের ছোট টপের সঙ্গে ক্যামোফ্লাজ লেগিংস পড়েছেন উর্বশী। আর সেই পোশাকেই বেলি ডান্স করেছেন। এক এক স্টেপে ঢেউ উঠছে গোটা শরীরে। সাপের মতোই হিলহিলে নমনীয় ছন্দ তাঁর। হাত দু’টো মাথার উপরে রেখে মিষ্টি হেসে সহজ গতিতে এগিয়ে যাচ্ছেন। শরীরি ঢেউয়ে একচুল ভুলচুক নেই।