Advertisement
E-Paper

বলিউডে শাকিরা সিনড্রোম, ভাইরাল উর্বশী রৌতেলার নাচ

একদিন আগেই ইন্টারনেট ছড়িয়ে পড়েছিল উর্বশীর আটপৌড়ে সাজের একটি ভিডিয়ো। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভাইরাল উর্বশী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২০:৩৪
উর্বশী রৌতেলা।

উর্বশী রৌতেলা।

শাকিরা সিনড্রোমে ভুগছে বলিউড। বেলি ডান্সের হিড়িক লেগেছে যেন! কার শরীর কত ফিট, কতটা নমনীয়, কে কতখানি দুলতে পারেন বিভঙ্গে— তা দেখাতেই ব্যস্ত নায়িকারা। শুরুটা অবশ্য করেছিলেন জাহ্নবী কপূর। তারপর জ্যাকলিন ফার্নান্ডেজের জিমন্যাস্টিক চর্চার পর আপাতত ইন্টারনেটে ঝড় তুলেছে উর্বশী রৌতেলার ক্ষীণ কটিদেশ। যেভাবে কোমরে ঢেউ তুলেছেন উর্বশী, তাতে তাঁর মেরুদণ্ডটি কী দিয়ে তৈরি তা নিয়ে ধন্দে পড়েছেন নেটাগরিকরা।

জাহ্নবী যদি নাচে নম্বর পেয়ে থাকেন, তবে উর্বশীর কোমর নিঃসন্দেহে শেল বিঁধিয়েছে নেটাগরিকদের বুকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

হালকা পেস্তা রঙের ছোট টপের সঙ্গে ক্যামোফ্লাজ লেগিংস পড়েছেন উর্বশী। আর সেই পোশাকেই বেলি ডান্স করেছেন। এক এক স্টেপে ঢেউ উঠছে গোটা শরীরে। সাপের মতোই হিলহিলে নমনীয় ছন্দ তাঁর। হাত দু’টো মাথার উপরে রেখে মিষ্টি হেসে সহজ গতিতে এগিয়ে যাচ্ছেন। শরীরি ঢেউয়ে একচুল ভুলচুক নেই।

ভিডিয়োয় কোনও গান বা সুরের ব্যবহার হয়নি। ভিডিয়োটি পোস্ট করেননি উর্বশী নিজেও। যদিও ইন্টারনেটে বহুবার শেয়ার হয়েছে উর্বশীর বেলি ডান্স।

A post shared by cineriserpr (@cineriserprofficial)

A post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor🇮🇳 (@urvashirautela)

একদিন আগেই ইন্টারনেট ছড়িয়ে পড়েছিল উর্বশীর আটপৌড়ে সাজের একটি ভিডিয়ো। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভাইরাল উর্বশী। ২৬ বছরের এই প্রাক্তন ভারত সুন্দরী যে একটু একটু করে আলোক বৃত্তের পরিধিতে জায়গা নিচ্ছেন, সে ব্যাপারে একমত তাঁর সমালোচকরাও। কাজের দিক থেকেও মোটামুটি ব্যস্তই তিনি। অজয় লোহনের ‘ভার্জিন ভানুপ্রিয়া’র পর, তিনি কাজ করেছেন মোহন ভরদ্বাজের ‘ব্ল্যাক রোজ’-এ। এছাড়া মধুবালাকে শ্রদ্ধা জানাতে তৈরি ‘এক লড়কি ভিগি ভাগি সি’ গানের রিমেকেও অভিনয় করছেন উর্বশী।

আরও পড়ুন : খুব শিগগিরি নতুন খবর আসছে, জানালেন উর্বশী রউতেলা

A post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor🇮🇳 (@urvashirautela)

আরও পড়ুন : ‘মুখে কিছু না বললেও আমার চেহারায় তা স্পষ্ট’, নতুন প্রেমের কথা বলতে চাইলেন যশ?

আরও পড়ুন : ৩০ লক্ষ অনুগামী, আনন্দে জল খাওয়ালেন ‘মির্জাপুর’-এর কালীন ভাইয়া

Urvashi Rautela Janhvi Kapoor Bollywood body flexibility
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy