১৯৯৯-এ তিনি গিয়েছিলেন মলদ্বীপে। সেখানে গিয়ে সুইমশুট পরে নীল সমুদ্রের ধারে ছবি তুলেছিলেন তিনি। এই ঘটনার ২০ বছর পর সম্প্রতি তিনি ফের গিয়েছিলেন মলদ্বীপে। সেখানে গিয়ে সেই একই ধরনের সুইমশুট পরে ছবি তুলেছেন। সেই ছবি দু’টির কোলাজ রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী গুল পনাগ। আর সেই ছবির কোলাজ চমকে দিয়েছে নেটিজেনদের।
গুলের পোস্ট করা ছবি দু’টির ব্যবধান ২০ বছরের। তারিখের উল্লেখ নেই ছবিটিতে। তবে, ২০ বছর পরও একই রকম দেখতে লাগছে অভিনেত্রীকে। এমনকি তাঁর চেহারাতেও বয়স বাড়ার কোনও ছাপই নেই। ছবির পার্থক্য বলতে একটাই, ২০ বছর আগে তাঁর পায়ে ছিল চপ্পল। এ বার খালি পায়ে ছবিটি তুলেছেন তিনি।
গুল পনাগের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। দীর্ঘ সময় ধরে নিজেকে সুন্দর ভাবে ধরে রাখার জন্য গুলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘কিছু মানুষ বুড়ো হন না!’ কেউ বলছেন, ‘চেহারা ধরে রাখার ব্যাপারে ইনিই আমাদের অনুপ্রেরণা।’
আরও পড়ুন: নাচতে নাচতে অভিনেত্রীর ‘কিলার মুভ’! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: ড্রাগ এবং অ্যালকোহলের নেশা কেরিয়ার শেষ করে দিয়েছিল এই অভিনেতাদের