দৃষ্টিনন্দন চেহারা ও আকর্ষণীয় সাজের জন্য নেটিজেনদের নজর সব সময় থাকে বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার উপর। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতেও প্রায়শই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তাঁর ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন একটি নাচের ভিডিয়ো। আপলোড হওয়ার পর এখনও অবধি প্রায় সাড়ে ১৫ লক্ষ ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গায়ক টনি ককরের ‘বিজলি কি তার’ গানের সুরে নাচছেন তিনি। তাঁর পাশে নাচতে দেখা যাচ্ছে একটি ছেলেকেও। এ ভাবে নাচতে নাচতেই ‘কিলার মুভ’ নিলেন উর্বশী। খুলে ফেললেন পরনের টপ। তার পর শুধুমাত্র অন্তর্বাস পরেই নাচতে লাগলেন।
এই ভিডিয়ো শেয়ার করে উর্বশী লিখেছেন, ‘‘সৃষ্টির মাধ্যমে ঘটে চেতনার বহিঃপ্রকাশ। এ জগত যেন সৃষ্টিকর্তার নৃত্য। নৃত্যশিল্পীরা আসবেন যাবেন, কিন্তু সৃষ্টি থেকে যাবে।’’