Advertisement
E-Paper

‘সিগারেট খাওয়ার সময় মাস্ক পরেন না কেন?’ প্রিয়ঙ্কাকে প্রশ্ন নেটিজেনদের

এই ছবি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড তিনি। কিন্তু কেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৪:৩৭
মাস্ক পরে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

মাস্ক পরে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

‘স্কাই ইজ পিঙ্ক’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। রাজকুমার রাওয়ের পরবর্তী ছবির শুটিংয়ের জন্য আপাতত দিল্লিতে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। দূষণ জর্জরিত দিল্লিতে থাকা কতটা দুঃসহ তা বোঝাতে মাস্ক পরে একটি ছবি রবিবার রাতে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তিনি। এই ছবি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড তিনি। কিন্তু কেন?

মাস্ক পরা ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘দ্য হোয়াইট টাইগার-এর শুটিংয়ের জন্য দিল্লিতে। এই মুহূর্তে এখানে শুটিং করা কঠিন হয়ে যাচ্ছে। এয়ার পিউরিফায়ার ও মাস্কের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। গৃহহীনদের জন্য প্রার্থনা করুন। সবাই নিরাপদে থাকুন।’

এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে সেটি। তবে সেই পোস্টে ভাল মন্তব্যের পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যেও ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। দিল্লির দূষণ নিয়ে প্রিয়ঙ্কার উদ্বেগকেও কটাক্ষ করেছেন এক দল নেটিজেন। দিল্লির দূষণের কথা শুনে তাঁরা ‘দেশি গার্ল’কে মনে করিয়ে দিয়েছেন সিগারেট খাওয়ার অভ্যাসের কথা। কেউ বলেছেন, ‘সিগারেট খাওয়ার সময় মাস্ক পরেন না কেন?’ কেউ বলেছেন, ‘দিদি ধূমপান করেন, তবে দিদির দিল্লির দূষণ খুব খারাপ লাগে!’ কেউ বলেছেন, ‘বিদেশে সিগারেট খাওয়ার সময় কিছু হয় না? দু’মুখো একটা!’

Shoot days for #thewhitetiger. It’s so hard to shoot here right now that I can’t even imagine what it must be like to live here under these conditions. We r blessed with air purifiers and masks. Pray for the homeless. Be safe everyone. #airpollution #delhipollution😷 #weneedsolutions #righttobreathe

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

মাসখানেক আগে মিয়ামিতে ছুটি কাটানোর সময় প্রিয়ঙ্কার সিগারেট খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময়ও ট্রোলড হয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই ঘটনার রেশ ধরেই এ বার নেটিজেনদের একাংশের তীর্যক মন্তব্য ধেয়ে এল তাঁর দিকে।

আরও পড়ুন: আসছে ইদেই জোর টক্কর হতে পারে সলমন-অক্ষয়ের

আরও পড়ুন: আলো আঁধারি রেস্তোরাঁয় নাচের ছন্দে মেতে উঠলেন মনামী

Priyanka Chopra Viral New Delhi Trolled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy