যত দিন যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের প্রেমের ছবি ইন্টারনেটে আরও বেশি বেশি করে ভাইরাল হচ্ছে। এখন ইটালিতে স্বামীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্রিয়ঙ্কা। সেখানেই পুলের ধারে স্বামীর ক্যামেরার সমনে পোজ দিয়েছেন। সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। প্রতিবারের মতোই এবার সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি।
ইটালিতে ছুটি কাটানোর কিছু মুহূর্তের ছবি নিয়ে অ্যালবাম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সেখানে তিনটি ছবি রয়েছে। তিনটি ছবিতেই সুইমওয়্যারে প্রিয়ঙ্কাকে গ্ল্যামারাস লাগছে। একটি ছবিতে দেখা যাচ্ছে হাতে একটি পানীয়। দেখে মনে হচ্ছে এটি প্রিয়ঙ্কা চোপড়ার প্রিয় পানীয় বেলিনি। ছবিগুলির ক্যাপশনে জানিয়ে দিয়েছেন ছবিগুলি নিক জোনাসই তুলেছেন।
প্রিয়ঙ্কা একাই নন, নিকও ইনস্টাগ্রামে তাঁদের ছুটি কাটানোর ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দূরে পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। আর সেই আলোতে তারকা দম্পতি একে অপরের বাহুবন্ধনে। হাত ধরে নাচছেন।
Best use of a vacation. The hubby taking pictures. Lol 😝 📷@nickjonas 👙 ☀️ 🍸 💏
আরও পড়ুন : সমুদ্রে স্নানে ব্যস্ত পরিবার, এগিয়ে এল হাঙর! তারপর...
আরও পড়ুন : এবার ভিডিয়ো শেয়ার করে হাসির খোরাক হলেন পাকিস্তানি রাজনীতিবিদ
নিক আরও একটি অ্যালবাম পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা ও নিক দুজনে রান্নাঘরে কিছু একটি রান্না করছেন।
Date night cooking extravaganza.
এছাড়াও নিক জোনাস আরএ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সব ছবিতেই দুজনের ফ্যান ফলোয়াররা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।