ঘন নীল ব্যাকগ্রাউন্ড। গেঞ্জি পরা যে লোকটা তাকিয়ে রয়েছে তার অভিব্যক্তিতে অনেক শেড। লোকটা রুদ্রনীল ঘোষ। তাঁর কাঁধের ওপরে মুখ রেখেছেন আরও একজন। চাহনিতে হাড়-হিম করা শীতলতা। ইনি ঋত্বিক চক্রবর্তী। ঠিক এ ভাবেই মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ভিঞ্চি দা’র পোস্টার।
পোস্টারেই লেখা রয়েছে ‘দ্য আর্ট অব রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অব আর্ট’। অর্থাত্ এ গল্প প্রতিশোধের। সে ইঙ্গিত পোস্টারেই দিয়েছেন পরিচালক। সরস্বতী পুজোর দিনেই এই পোস্টার মুক্তির কথা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন সৃজিত।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রুদ্রনীল এবং ঋত্বিক। এ ছাড়াও সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। সব কিছু ঠিক থাকলে মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলে।
আরও পড়ুন, রূপান্তরকামী জানার পর গুন্ডা দিয়ে মেরেছিল বাড়ির লোক!
On the day for the Goddess of Art...#VinciDa #RudranilGhosh #RitwickChakraborty #AnirbanBhattacharya @sohinisarkar01 @aroyfloyd @iindraadip pic.twitter.com/4BU3Co5gMB
— Srijit Mukherji (@srijitspeaketh) February 10, 2019
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)