Advertisement
E-Paper

রথের দড়ি টেনেই ‘পুতুল টিটিপি’র গল্পে নতুন মোড়! ভোল বদলে গেল নায়িকা খেয়ালির?

টেলিপাড়ার সব কাহিনিতেই এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কেন্দ্র করে। রথযাত্রার আবহেই ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। Post Copy: রথযাত্রায় কী ঘটবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:১৭
পুতুল টিটিরি ধারাবাহিকে নতুন মোড়!

পুতুল টিটিরি ধারাবাহিকে নতুন মোড়! ছবি: সংগৃহীত।

২৭ জুন জগন্নাথদেব নিজের বাড়ি থেকে মাসির বাড়ি গিয়েছেন। এক সপ্তাহ পরে আবার ফিরবেন নিজের বাড়িতে। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই চারিদিকে শুধুই তিন ভাই-বোনের ছবি। বাস্তবে যেমন হই হই করে রথযাত্রা পালন করছে সাধারণ মানুষ, ছোট পর্দাতেও জগন্নাথদেবের উৎসবে মজেছেন অভিনেতা, অভিনেত্রীরা। গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডই টেলিপাড়ায়।

যখন যে পার্বণের মরসুম চলে, তখন গল্প সেই দিকে মোড় নেয়। যেমন সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ।

এই রথযাত্রার শুভ সময়ে ঘটবে অঘটন। রথের দিন গোটা গ্রামের লোক জড়ো হয়েছেন। সাড়া পাড়ায় রথ টানা হবে। কিন্তু কোনও টুইস্ট না থাকলে ধারাবাহিকের কাহিনি কি জমে? আবারও ময়ূখের উপর আক্রমণ। ফলে রথের দড়ি টানার দায়িত্ব পড়ল পুতুলের কাঁধে। একেবারে ভোল বদলে হাজির নায়িকা খেয়ালি। কালো মোটা গোঁফ। মাথায় টাক। পরনে সাদা ফতুয়া আর গলায় গাঁদা ফুলের মালা আর উত্তরীয়। সব কি শান্ত ভাবে মিটবে? যদি পুতুলের পরিচয় ফাঁস হয়ে যায় তা হলে কোন দিকে মোড় নেবে নায়িকার জীবন? জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়ার পথেই কি মুশকিলে পড়বে নায়িকা? রথযাত্রায় কী হতে চলেছে রায়চৌধুরী পরিবারে? জগন্নাথদেবের পুজোয় টানটান উত্তেজনা।

Tollywood Tollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy