Advertisement
E-Paper

বয়স লুকিয়ে কি ধরা পড়ে গেলেন মলাইকা? অভিনেত্রীর জন্মদিন পার হতেই শুরু হিসাব!

সম্প্রতি পঞ্চাশতম জন্মদিন পালন করেন অভিনেত্রী। এই জন্মদিন ঘিরেই শুরু বিতর্ক। অভিনেত্রীর আসল বয়স কত, সেই নিয়ে ধন্দে নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:১১
What is malaika arora age netizen claim she 46 in 2019

জন্মদিনের অনুষ্ঠানে ছেলে আরহানকে পাশে নিয়ে কেক কাটতে ব্যস্ত মলাইকা। ছবি: সংগৃহীত।

২৩ অক্টোবর ৫০ বছর পূর্ণ করলেন মলাইকা অরোরা। তাঁর বয়স যেন উল্টো পথে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কী ভাবে এমন যৌবন ধরে রেখেছেন, সেই নিয়ে নানা কথা শুনতে হয় তাঁকে। এ বার তাঁর জন্মদিনেই তৈরি হল বিতর্ক। অভিনেত্রীর আসল বয়স কত? সেই নিয়ে ধন্দে নেটাগরিকেরা।

‘উইকিপিডিয়া’ বলছে অভিনেত্রীর বয়স ৫২। অভিনেত্রীর জন্মের সাল ১৯৭৩। সেই হিসাবে তাঁর এ বছর ৫২ বছরই হওয়া উচিত। কিন্তু, ২০১৯ সালে অভিনেত্রী নাকি ৪৬তম জন্মদিন পালন করেছিলেন। তা হলে, তার ছয় বছর পর তাঁর বয়স ৫০ হচ্ছে কী ভাবে? সেই হিসাবই কষছে নেটাগরিকরা। যদিও মলাইকার জন্মদিনে অভিনেত্রীর বোন অমৃতা আরোরা অবশ্য লেখেন, ‘‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।’’ গত কয়েক বছর সব থেকে বেশি যে বিষয়ে চর্চা হয়েছে, তা হল মলাইকার বয়স। অনেকের মতে, মলাইকার বয়স অনেক আগেই পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে। তবু নাকি তিনি বয়স লুকিয়ে যান। অভিনেত্রী নিজেও বলেছেন, “আসলে মানুষের আপত্তি, আমার বয়সের সঙ্গে যে ঔজ্জ্বল্য বাড়ছে, তা-ই নিয়ে।” কিন্তু, এ বার শুরু হয়েছে জল্পনা, তাঁর আসল বয়স কত!

Malaika Arora Amrita Arora Birthday Celebrations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy