Advertisement
২৬ নভেম্বর ২০২২
Alia Bhatt

Shahrukh-Alia: আলিয়া সকলের সঙ্গে প্রেম করে বেড়ান, শাহরুখের মন্তব্যে কী বলেছিলেন ‘গঙ্গুবাঈ’?

‘কফি উইথ কর্ণ’-এর এক সিজনে আলিয়ার প্রেম নিয়ে মন্তব্য করেছিলেন শাহরুখ। তাতেই বিতর্ক শুরু বলিউডে।

সংবাদসংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:৪১
Share: Save:

মা হতে চলেছেন আলিয়া ভট্ট। সন্তানের অপেক্ষায় দিন গুনছেন মহেশ-কন্যা। রণবীর কপূরের সঙ্গে বিয়ের পরে কাজের ক্ষেত্রেই শুধু নয়, ব্যক্তিগত ভাবেও নিজেকে বদলেছেন অভিনেত্রী। তাঁর জীবনে এখন পুরুষ বলতে শুধুই রণবীর। শুরুর দিকে নাকি ব্যাপারটা এমন ছিল না। এমনটাই গুঞ্জন বলিউডে। এমনকি, খোদ বলিউডের ‘বাদশা’ও আলিয়ার একাধিক প্রেমিক নিয়ে মন্তব্য করেছিলেন এক সময়! পরিচালক কর্ণ জোহর তাঁর জনপ্রিয় শো ‘কফি উইথ কর্ণ —৭’ নিয়ে সম্প্রতি ফিরেছেন ওটিটি প্ল্যাটফর্মে। তারকাদের নিয়ে মুচমুচে প্রশ্নোত্তরের এই জনপ্রিয় শো-এর পুরনো সিজনে এক বার অতিথি হয়েছিলেন শাহরুখ-আলিয়া। তাঁদের কথোপকথনে জমে গিয়েছিল কফির আড্ডা। সেখানেই আলিয়ার প্রেমের প্রসঙ্গ ওঠায় কিং খান বলেন, ‘‘একাধিক প্রেমের সম্পর্ক জড়িয়ে থাকে আলিয়া। আমি তো ওকে খুব ছোট দেখেছি। সবাই আমায় এসে বলে আলিয়া এর সঙ্গে প্রেম করছে, ওর সঙ্গে প্রেম করছে। চুপ করে শুনি। আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কিছু জানতে ইচ্ছে করেনি।’’

পাশে বসে থাকা আলিয়ার কাছে এ বিষয়ে জানতে চান? সঞ্চালক কর্ণের প্রশ্নের জবাবে ‘ডন’ বলেছিলেন, ‘‘আলিয়ার প্রেমিকের তালিকায় ৩-৪ জন আছে শুনলে আমি হতাশ হব।’’ ধৈর্য ধরে শাহরুখের কথা শুনছিলেন আলিয়া। এর পরে আর চুপ থাকতে পারেননি। খানিকটা জোর গলায় ‘গঙ্গুবাঈ’-এর উত্তর, ‘‘এখন আমার ২৩ বছর বয়স। এই বয়সে ৩-৪ জন প্রেমিক থাকা অসম্ভব কিছু নয়, থাকতেই পারে। তবে এটাও সত্যি যে, একসঙ্গে ৩-৪ জনের সঙ্গে সম্পর্কে জড়াইনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.