আড্ডায় নুসরত জাহান। জনসমক্ষে। কথা বলবেন ঘনিষ্ঠদের সঙ্গে। সকলের কাছেই স্পষ্ট হবে সম্পর্কগুলির সমীকরণ। তালিকায় যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, মদন মিত্র, তনুশ্রী চক্রবর্তী, দ্য বং গাই (কিরণ দত্ত)। নেই শুধু এক জন।
স্বামী- যশ। বন্ধু- তনুশ্রী। পাতানো বোন- ঋতাভরী। দাদা- মদন। অতিথিদের তালিকায় আছেন কাছের মানুষরা। তা হলে বাদ গেলেন কে?
তাঁর সঙ্গে নুসরতের সম্পর্ক কেবল ‘টলিপাড়ার সহকর্মী’ নয়। তাঁরা একে অপরের ‘বোনুয়া’। টলিউডের আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনীতির ময়দানে পা রেখেছেন হাত ধরাধরি করে। বাংলা ছবির পর্দাও ভাগ করে নিয়েছেন একাধিক বার। নেটমাধ্যমের পর্দাতেও একসঙ্গে দেখা দিয়েছেন মাঝে মাঝে। কিন্তু সে সব এখন অতীত। তাঁদের একসঙ্গে দেখা যায় না।