সমুদ্রে ঘেরা নির্জন দ্বীপ। নীল জলে পা ডুবিয়ে বসে নায়ক-নায়িকা। দেব আর পায়েল সরকার। রাজ চক্রবর্তীর ‘লে ছক্কা’ ছবিতে নজর কেড়েছিল তাঁদের রসায়ন। নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের দাবি, তাঁরা নাকি ওঁদের দেখে প্রেমে পড়তে শিখেছিলেন! জুটির ঝুলিতে আছে আরও ছবি। রবি কিনাগির ‘আই লাভ ইউ’ বা সুজিত মণ্ডলের ‘বাওয়ালি আনলিমিটেড’।
দেবের সঙ্গে জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন যিনি, সেই পায়েলকে দেখা গেল না দেবের অভিনয়জীবনের উদ্যাপনে! কেন?
‘রঘু ডাকাত’-এর প্রচার-ঝলক মুক্তির দিন অনুপস্থিত শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্রও। তাঁদের অনুপস্থিতি নিয়েও চর্চা হয়েছে। গুঞ্জন, এর নেপথ্যে নাকি অন্য কারণ আছে। বাকি নায়িকারা তো উপস্থিত ছিলেন! যেমন, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক। তাঁদের মধ্যে থেকে কী করে বাদ পড়ে গেলেন পায়েল? ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’র নাম বেমালুম ভুলে গেলেন দেব এবং তাঁর অনুরাগীরা?
তাঁর দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহানের সঙ্গে দেব। ছবি: ফেসবুক।
আপনি কেন ছিলেন না সে দিন? আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল পায়েলকে। ফোনে নায়িকার কণ্ঠস্বরে মৃদু হাসির আভাস। বললেন, “বিদেশে বেড়াতে এসেছি। সেই জন্যই দেবের উদ্যাপনে যোগ দিতে পারিনি। দেব এবং এসভিএফ প্রযোজনা সংস্থা আমায় অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আমি পারিনি।” আনন্দবাজার ডট কম মারফত দেবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
নায়িকা বলেন, “আমাদের শুরুর দিনগুলো এখনও মনে পড়ে। দেব প্রচণ্ড পরিশ্রম করত। সেই পরিশ্রমের জোরেই আজ এই জায়গায় পৌঁছেছে।” কিন্তু দেব আর তাঁর পুরনো নায়িকাদের সঙ্গে ছবি করেন না! দেব-পায়েল জুটিকেও তাই আর দেখা যায় না। বলতেই নায়িকার যুক্তি, “এ কথা আমায় না বলে বরং পরিচালক, প্রযোজক বা দেবকে অনুরোধ জানান। মনে হয় সদুত্তর পাবেন।”