সদ্য নতুন নায়িকা শিরিন পাল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ যোগ দিয়েছেন। তার একদিন পরেই বড় ঘোষণা ধারাবাহিকের নায়ক জীতু কমলের। শনিবার সকালে তাঁর ঘোষণা, এটিই তাঁর শেষ ধারাবাহিক। ছোটপর্দায় আর ফিরবেন না তিনি।
কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেতা? প্রকাশ্যে আসা একের পর এক ঘটনা অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে কলহে জড়িয়েছেন তিনি। প্রথম পর্যায়ের কলহ মিটলেও দ্বিতীয় পর্বের কলহ এত দূর গড়ায় যে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই তিক্ততার জেরেই কি জীতুর এই সিদ্ধান্ত? না কি তিনি আগামী দিনে শুধু ছবিতে বা সিরিজ়ে অভিনয় করতে চান বলেই ধারাবাহিক থেকে দূরে থাকতে চাইছেন? কারণ, ধারাবাহিকে অভিনয় করলে সেখানে অনেকটা সময় দিতে হয় অভিনেতাদের। যেমন, এর আগে এমনও শোনা গিয়েছে, এই ধারাবাহিকের জন্য নাকি জীতুকে একাধিক ছবির কাজ ছাড়তে হয়েছে। এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল অভিনেতার সঙ্গে। ফোন বা হোয়াটসঅ্যাপ বার্তায় নায়ক সাড়া দেননি।
শনিবার সকালে সমাজমাধ্যমে জীতু একটি ভিডিয়োবার্তা ভাগ করে নেন। সেখানে তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানান। বলেন, “আমার নামের পাশে ‘অভিনেতা’ লেখার সাহস দর্শকই জুগিয়েছেন। তাই এই সিদ্ধান্ত তাঁদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যে ধারাবাহিকে এখন আমি অভিনয় করছি, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক হিসাবে ছোটপর্দায় আমার শেষ কাজ। এর পরে আর আমি ধারাবাহিকে অভিনয় করব না।”
আরও পড়ুন:
জীতু কথাপ্রসঙ্গে আরও জানান, চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা— উভয়ে বড় ঝুঁকি নিয়েছে। সেই ঝুঁকি বা ‘চ্যালেঞ্জ’কে তিনি সম্মান করেন। একই সঙ্গে তিনি সম্মান করেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকল সদস্যকে। ধারাবাহিক বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন টেকনিশিয়ানরা। সেই জায়গা থেকে সকলের জন্য তিনিও ধারাবাহিকটির সঙ্গে রয়েছেন। কিন্তু এটাই তাঁর শেষ ধারাবাহিক। একই সঙ্গে জীতু ধারাবাহিকের পরিবর্তিত নায়িকা শিরিনকেও স্বাগত জানান।
পরিবর্তিত নায়িকার হয়ে দর্শককে অনুরোধ করেন, “আপনারা ওঁকে ভালবেসে গ্রহণ করুন। শিরিনকে আশীর্বাদ করুন।” নায়ক এ-ও উপলব্ধি করেছেন, সকলেই তাঁর সুনাম করবেন না। তার পরেও তিনি শেষ দিন পর্যন্ত ‘চিরদিনই তুমি যে আমার’-এর সঙ্গে আছেন। বাকিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন। সেই যুদ্ধ জিততে এবং নিজের আগামী দিনগুলোর জন্যও দর্শকের থেকে আশীর্বাদ চেয়ে নেন জীতু।